কারিগরিতে ২৩৮১ কোটি টাকা দেবে ভারত

Polytechnic

ভারত সরকার দেশের ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অতিরিক্ত এক লাখ শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ২ হাজার ৩৮১ কোটি ১৬ লাখ টাকা সহায়তা দিতে সম্মত হয়েছে।Polytechnic

ইতেমধ্যে এ বিষয়ে বাংলাদেশ সরকার ও ভারত সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিন বছর মেয়াদি প্রকল্পের নাম ক্রিয়েটিং ফ্যাসিলিটি ফর অ্যাডিশনাল ওয়ান লাখ স্টুডেন্টস এনরোলমেন্ট ইন ৪৯ পলিটেকনিক ইনস্টিটিউট্স।

এ প্রকল্পের আওতায় দেশের ৪৯টি পলিটেকনিকে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় সুবিধা বৃদ্ধি, প্রচলিত ট্রেডগুলোর পাশাপাশি আরো নতুন ১৮টি ইমার্জিং টেকনোলজি চালু করে আরো অতিরিক্ত এক লাখ দক্ষ মানবসম্পদ তৈরি করে দেশীয় ও বিশ্ব চাকরি বাজারের চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে।

নতুন ১৮টি ইমার্জিং টেকনোলজি হলো- অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম মেকিং, ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন, ফুটওয়ার অ্যান্ড লেদার প্রডাক্টস, কিন অ্যান্ড ফার্নেস, ল্যান্ডস্কেপ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, মিডিয়া অ্যান্ড জার্নালিজম, মোশন গ্রাফিক্স অ্যান্ড ব্রডকাস্টিং, মালিটিমিডিয়া অ্যান্ড ইনফরমেশন কমিনিকেশন, ওশেনোগ্রাফিক, প্লাস্টিক অ্যান্ড পলিমার, সিমুলেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সোলার, স্ট্রাকচারাল সিরামিক, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্টেশন এবং ওয়েব ডিজাইন।

প্রসঙ্গত, বর্তমানে সরকারি পলিটেকনিকগুলোতে দুই শিফটে মোট ৩১ হাজার ৫৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।