বারো লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে দোটানায় গত এক সপ্তাহ থেকে চললেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি শিক্ষা মন্ত্রণালয় ।বিভিন্ন গণমাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের বক্তব্য প্রকাশিত হলেও মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি।
ভর্তি বিভ্রাট নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে ৫ জুলাই, রোববার সকাল ১০টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে মন্ত্রণালয়। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মন্ত্রণালয়ের পক্ষে ভর্তি বিভ্রাটের বিষয়ে বক্তব্য রাখবেন। মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ধালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৪ জুলাই, শনিবার দুপুরে রাজধানীর মন্ত্রিপাড়া হিসেবে খ্যাত হেয়ার রোডে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সরকারি বাড়িতে মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খানসহ মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরই সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply