ইংলিশ মাধ্যম স্কুলের ভ্যাট প্রত্যাহারের দাবি

২০১৫-২০১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইংলিশ মাধ্যম স্কুলগুলোর শিক্ষার্থীদের বেতনের ওপর ১০ শতাংশ ও স্কুলগুলোর ভাড়িভাড়ার ওপরে ৯ শতাংশ ভ্যাট আরোপ করায় প্রতিবাদ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুলস অ্যাসোসিয়েশন।
VAT
২৯ জুন, সোমবার বিকেলে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইংলিশ মিডিয়ামের বেশির ভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণিভুক্ত। ভ্যাট আরোপের ফলে তাদের পড়াশুনার ব্যয় বেড়ে যাবে। আর্থিক সমস্যার কারণে ছাত্রছাত্রীদের অনেকেই ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশুনা বন্ধ করে দিতে বাধ্য হবে। এ পরিস্থিতিতে অবিলম্বে প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহার করতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- ইংলিশ মিডিয়াম স্কুলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিএম নিজমি উদ্দিন।

আরও বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি মোর্শেদুল ইসলাম, সারওয়াত জাহ‍ান, খাইরুল আনাম, রিফাত আরা সিদ্দিক প্রমুখ।

সূত্রঃ বাংলানিউজ





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*