বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) ৮ম ব্যাচের ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী ০২ জুলাই বৃহস্পতিবার থেকে এই ভর্তি কার্যক্রম শুরু হবে।
বিটেক প্রশাসন সুত্রে জানা যায়, আগামী ২ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ১ম বর্ষের মেধা তালিকায় থাকা প্রথম ক্যাটাগরির শিক্ষার্থীদের ১০০ আসনে ভর্তি শুরু হবে। এবছর ভর্তি ফি বাবদ আট হাজার ছয়শত ত্রিশ টাকা ধার্য করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
প্রশাসন আরও জানায়, আসন শূণ্য থাকা সাপেক্ষে পরবর্তী মেধা তালিকা প্রকাশ করা হবে ৬ জুলাই এবং ভর্তি ৭ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত।
উল্লেখ্য, গত ২০ জুন বিটেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৪ জুন এর ফল প্রকাশ করা হয়। নতুন শিক্ষার্থীদের ক্লাস ঈদ-উল-ফিতরের পরে শুরু হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
Leave a Reply