সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ কোর্স – পর্ব ০২

আশা করি সৃষ্টিকর্তার অশেষ করুনায় সকলে ভালো আছেন। আজ সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ কোর্স – পর্ব ০২ প্রকাশ করলাম। আশাকরি ভালো লাগবে। বারবার চর্চা না করলে আপনি উপকৃত হবেন না। তাই ভালোভাবে চর্চা করুন।

সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ কোর্স

ইংরেজী আমাদের মাতৃভাষা না হবার কারনে আমরাদের অনেকেরই ইংরেজীতে কথা বলতে সমস্যা হয়। আমরা ছোটবেলা থেকেই ইংরেজী শিখছি তবুও আমরা প্রত্যেকে সঠিকভাবে ইংরেজীতে কথা বলতে পারি না কারন আমরা ইংরেজীতে কথা বলার জন্য নিয়মিত চর্চা করি না। অনেকে স্পোকেন ইংলিশ বই কিনে কিংবা স্পোকেন ইংলিশ কোর্স করেও ইংরেজীতে কথা বলতে পারছি না। তাদের জন্য ইংরেজী ডায়লগ মুখস্ত করে প্রচলিত ধারনা বাদ দিয়ে নিজে থেকে ইংরেজী বাক্য তৈরী করে কথা বলার জন্যই ‘সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ কোর্স’ চালু করেছি। আপনারা নিয়মিত এটার চর্চা করলে অবশ্যই ইংরেজীতে কথা বলতে পারবেন। এটা তাদের সবার জন্য যারা ইংরেজীতে কথা বলতে পারে না ও ইংরেজীতে কথা বলতে আগ্রহী।বিশেষ করে Root Level এর জন্য।এই কোর্সে সর্ব মোট ১১ টি লেকচার থাকবে।

লেকচারগুলোর সিলেবাস:

লেকচার – ০১: সহজে Tense চেনা, ইংরেজী বাক্য তৈরী করার ফর্মুলা ০১। (পর্বটি এখানে দেখুন)

লেকচার – ০২: (shall/will/am/is/are/have/has/s/es)এর ব্যবহার, ইংরেজী বাক্য তৈরী করার ফর্মুলা ০২।

লেকচার – ০৩: ফর্মুলা ব্যবহার করে কিছু translation, ফর্মুলা ১ ও ২ Combine ব্যবহার।

লেকচার – ০৪: (Know how/ used to/ had better/ whould rather/need)এর ব্যবহার, ইংরেজী বাক্য তৈরী করার ফর্মুলা ০৩।

লেকচার – ০৫: ইংরেজী বাক্য তৈরী করার ফর্মুলা ০১+০২+০৩।

লেকচার – ০৬: wh question rule, ইংরেজী বাক্য তৈরী করার ফর্মুলা ০৪।

লেকচার – ০৭: Gerund . ইংরেজী বাক্য তৈরী করার ফর্মুলা ০১+০২+০৩+০৪

লেকচার – ০৮: বাংলা Active বাক্য চেনা, ইংরেজী বাক্য তৈরী করার ফর্মুলা ০৫।

লেকচার – ০৯: বাংলা passive বাক্য চেনা, ইংরেজী বাক্য তৈরী করার ফর্মুলা ০৬।

লেকচার – ১০: ইংরেজী বাক্য সাজানো, ইংরেজী বাক্য তৈরী করার ফর্মুলা ০৭ ও ০৮।

লেকচার – ১১: Entiquette, ইংরেজী বাক্য তৈরী করার ফর্মুলা ০৫+০৬+০৭+০৮।

যদি এই টিউনটি ভালো লাগে এবং পরবর্তী টিউটোরিয়ালটি পেতে আগ্রহী হোন তবে পরবর্তী টিউটোরিয়া গুলো টিউন করব। ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন। এবং Youtube এ আমাকে Subscribe (এখানে ক্লিক করুন )  করতে ভুলবেন না যদি টিউটোরিয়ালটি ভাল লাগে। ধন্যবাদ ভাল থাকুন সকলে।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*