৭ দফা দাবিতে বরিশালে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন

বিএসসি ডিগ্রি অর্জনে প্রতি বিভাগে নূন্যতম একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপনসহ সাত দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।Barisal Human Chain

বুধবার (২৭ মে) সকাল ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন-সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা কমিটির সভাপতি মনিষা চক্রবর্তী, বিএম কলেজের সংগঠক মিঠুন চক্রবর্তী, পলিটেকনিক কলেজের শিক্ষার্থী নিরুপা জাহান, আল আমিন শরীফ ও মতিউর রহমান লিমন প্রমুখ।

এ সময় বক্তারা পলিটেকনিক ইনস্টিটিউটে সংকট নিরসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান এবং তাদের সাত দফা দাবিসমূহ তুলে ধরেন।

দাবিগুলো হলো- পলিটেকনিক শিক্ষার্থীদের বিএসসি ডিগ্রি অর্জনে প্রতি বিভাগে নূন্যতম একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপন করা, অবিলম্বে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ডেমোনেস্ট্রেটর সংকট নিরসন করা, অবিলম্বে পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাব আধুনিকায়ন ও পর্যাপ্ত যন্ত্রপাতি সরবরাহ করা, অবিলম্বে আবাসন-পরিবহন-ক্লাস রুম সংকট নিরসন করা, যুগোপযোগী সিলেবাস ও লাইব্রেরিতে পর্যাপ্ত বই থাকা, ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট (ট্রেনিং) এ সন্মানজনক ভাতা দেওয়া, পলিটেকনিক ইনস্টিটিউটে সংকট নিরসনে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ থাকা।

সূত্রঃ বাংলানিউজ





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*