বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

Advertisements

বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একসঙ্গে সারাদেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় নির্মাণে ২৫ শতাংশ বরাদ্দের দাবিও জানিয়েছেন সংগঠনটির নেতারা।Bogra

২৪ মে রোববার বেলা ১২টার দিকে জেলা শহরের জিরো পয়েন্ট এলাকা সাতমাথায় বিক্ষোভ-সমাবেশ শেষে স্মারকলিপি পেশ করে এসব দাবি জানানো হয়।

ছাত্র ফ্রন্টের বগুড়া জেলা সভাপতি কিবরিয়া হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছায়। সেখান থেকে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি হস্তান্তর করেন।

জেলা প্রশাসকের চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রফ্রন্ট জেলা সহ-সভাপতি দিলরুবা নূরী, সাধারণ সম্পাদক শ্যামল বমন, ছাত্রফ্রন্টের যাসুকুর রহমান, ওসমান গণি মুন, সঞ্চয় বর্মন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশ এক চরম সংকটে অতিবাহিত হচ্ছে। জনগনের নুন্যতম গণতান্ত্রিক অধিকার ও জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার। জাতীয় বাজেটে কমপক্ষে ২৫ শতাং শিক্ষাখাতে বরাদ্দ দাবি জানান তারা ।

সূত্রঃ ক্যাম্পাসলাইভ

Leave a Comment