বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগে ল্যাব উদ্বোধন

রাজশাহীর প্রথম বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে স্থাপিত নতুন একটি ল্যাবের উদ্বোধন করা হয়েছে।

এছাড়া চলতি সামার সেমিস্টার শিক্ষার্থীদের নবীনবরণও অনুষ্ঠিত হয়েছে।

২১ মে‘২০১৫ বৃহস্পতিবার নতুন ল্যাবের উদ্বোধনী ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইইই বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যলয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শামীম আহসান পারভেজ, রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শহিদ-উজ-জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. সাব্বির আহমেদ জানান, নতুন ল্যাবটিতে ইনডাকশন মোটর, ডিসি মোটর, ডিসি জেনারেটর, সিনক্রোনাস জেনারেটসহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল মোটর ও জেনারেটর বিষয়ে শিক্ষার্থীরা হাতে-কলমে ব্যবহারিক পরীক্ষা করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *