বাংলাদেশ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার

বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) সামার সেমিস্টারে পাঁচদিনব্যাপী (১৭ থেকে ২১ মে) অ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে।BU

১৭ মে রোববার বিইউ’র মোহাম্মদপুর ক্যাম্পাসে এ অ্যাডমিশন ফেয়ার শুরু হয়। ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান।

অ্যাডমিশন ফেয়ারে ১০টি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত ও বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন।

এছাড়া ফেয়ার চলাকালীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে জানতে পারবেন।

ফেয়ারে সামার সেমিস্টারে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসির ফলাফলের উপর ১০ থেকে ১শ’ শতাংশ কোর্স ফি মওকুফের সুযোগ পাবেন।

এছাড়া অতিরিক্ত পাঁচ থেকে ১০ হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন। ফেয়ার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ইমামউদ্দিন, ফেয়ার কমিটির আহ্বায়ক এবং কলা ও আইন অনুষদের ডিন প্রফেসর মোস্তফা কামালউদ্দিন, রেজিস্ট্রার মেজর (অব.) নিয়াজ মোহাম্মদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।





About লেখাপড়া বিডি ডেস্ক 1525 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*