ভূমিকম্প চলাকালীন সময়ে কি করবেন ? জেনে নিন বিস্তারিত…
০১. আতংকগ্রস্ত না হয়ে ধীর স্থির থাকুন। পরিবারের সকলকে নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিন।
০২. যদি আপনার অবস্থান কোন বহুতল ভবন, শপিং মল, থিয়েটার বা সহজ নির্গমন যোগ্য নয় এমন স্থানে হয়, সেক্ষেত্রে দৌড়ে বের হয়ে আসার চেষ্টা করবেন না।
০৩. মাথায় হেলমেট/কূশন পরিধান করে দ্রুত শক্ত টেবিল, খাট এর নীচে আশ্রয় গ্রহণ করুন, কলাম বা বীমের পাশে আশ্রয় গ্রহণ করুন।
০৪. বুক সেলফ, আলমীরা বা শোকেস জাতীয় ভারী ফার্নিচারের নিকট থেকে নিরাপদ দূরত্বে থাকুন। ০৫. রান্না ঘরে থাকলে দ্রুত গ্যাসের লাইন বন্ধ করে বের হয়ে আসুন।
০৬. সম্ভব হলে বিদুৎ বা গ্যাসের লাইন সংযোগ বিচ্ছিন্ন করা বা সুইচ বন্ধ করে দিন।
০৭. ঝুলন্ত কোন বস্তু (যেমন ঝাড়বাতি) বা জানালার নিকট থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন।
০৮. ভূমিকম্পের সময় কখনো লিফট ব্যবহার করবেন না।
০৯. ভবনের ছাদ, জানালা বা অন্য কোন স্থান থেকে লাফ দিবেন না।
১০. ভবনের বাহিরে অবস্থান কালীন ভূমিকম্প হলে ভবনে প্রবেশ না করা এবং গাছপালা, বহুতল ভবন, ব্রিজ, বিদ্যুতের খুটি, সাইনবোর্ড বা অন্য কোন অবকাঠামোর নিকটে আশ্রয় না নিয়ে খোলা জায়গায় নিরাপদে অবস্থান করুন।
১১. গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে গাড়ির ভিতর অবস্থা করা। এক্ষেত্রে ফ্লাইওভার, ওভারব্রিজ, বহুতল ভবন, বড় গাছপালা ও বিদ্যুতের খুটি থেকে দূরবর্তী খোলা স্থানে পার্কিং করুন।
১২. নদী বা পুকুরে অবস্থান করলে দ্রুত উপরে উঠে আসুন। আল্লাহ সবার মঙ্গল করুন।
আপনার একটুখানি সচেতনতায় বাচঁতে পারে আপনার জীবন।
Leave a Reply