জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফলাফলে যারা কাঙ্খিত ফলাফল পাননি তারা চাইলে তাদের ফলাফল পুন:নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এই ফলাফল পুন:নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমাঃ অনলাইনে — ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল ১০ টা থেকে — ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদনের জন্য নির্ধারিত আবেদনের উল্লেখিত তারিখ পর্যন্ত ব্যাংকে জমা দেওয়া যাবে। (ফলাফল প্রকাশের পর বোর্ড চ্যানেঞ্জ বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ১৫ দিন সময় দেয়া হয়।)
আবেদন ফিঃ কোর্স প্রতি ৮০০ টাকা।
আবেদনের নিয়ম / পদ্ধতিঃ এই লিঙ্কে গেলে নির্ধারিত সময়ের মধ্যে (এর আগে কিংবা পরে পাবেন না) আবেদন ফরম পাবেন। এই ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোন সোনালী ব্যাঙ্কের শাখায় পরবর্তী কার্যদিবসে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
সতর্কতাঃ নির্ধারিত সময়ের পূর্বে ও পরে আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা দিলে সমস্যা হতে পারে। তাই ভুলেও এই কাজ করবেন না।
হেল্পলাইনঃ সোনালী সেবা সংক্রান্ত প্রয়োজনে ০১৫৫৭০০৮০৮০ অথবা, ০১৮৬৭০৬৫১১১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
ফলাফলঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স ১ম পর্ব পুন:নিরীক্ষণ ফলাফল প্রকাশ হলে তা এখানে প্রকাশ করা হবে।
মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল ডাউনলোড
Leave a Reply