জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রমোশনে সর্বনিম্ন গ্রেড বাতিলের দাবিতে এবং ন্যুনতম এক বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের অনার্স ২য় বর্ষে প্রমোশনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় (গাজীপুর) এর প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
১২ মে মঙ্গলবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচী পালন করে বিভিন্ন জেলা থেকে ছুটে আসা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, “গেল বছর এক বিষয়ে পাস শিক্ষার্থীদের প্রমোট দেয়া হলেও, এবার ২০১২-১৩ শিক্ষাবর্ষের বেলায় এক বিষয় বা দুই বিষয়ে পাস করেও প্রমোট দেয়া হয়নি।”
তাদের দাবীগুলো হচ্ছেঃ
- কমপক্ষে একটি বিষয়ে পাস শিক্ষার্থীদের উত্তীর্ণ করতে হবে ।
- প্রমোশনে নির্ধারিত সর্বনিম্ন গ্রেড পয়েন্ট (প্রথম বর্ষে ১.৭৫ / ২য় বর্ষে ২.০০/ ৩য় বর্ষে ২.২৫) বাতিল করতে হবে।
- কলেজে বর্তমান শিক্ষা আয়োজনে অটোপ্রমোশন বাতিল করা যাবে না ।
- এক বিষয়ে পাশ করলে প্রমোশন দিয়ে স্পেশাল মানোন্নয়ন পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
Leave a Reply