জবসবিডি’র আইসিটি বৃত্তির বিস্তারিত তথ্য

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি স্বল্পমেয়াদী আইসিটি বিষয়ক কর্মমূখী শিক্ষা গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে আত্মনির্ভরশীল করে তুলতে পারে।

বিষয়টিকে সামনে রেখে জবসবিডি ডট কম এবং ড্যাফোডিল ফাউন্ডেশন তৃতীয়বারের মতো আইসিটি শিক্ষায় বৃত্তি ঘোষণা করেছে। যা দেশের বেকার যুবক/যুব মহিলাদেরকে দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী এবং দক্ষ করে গড়ে তুলতে সাহায্য করবে।

এই বৃত্তি প্রকল্পের আওতায় মোট ৩০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মোট খরচের সার্বোচ্চ ৭০% পর্যন্ত বহন করবে ড্যাফোডিল ফাউন্ডেশন।
JobsBD


স্বল্প ও দীর্ঘ মোয়াদী কোর্স সমূহ: সিসিএনএ, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যাডভান্সড মাইক্রোসফট এক্সেল, অনলাইন আউটসোর্সিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, জাভা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডাটাবেজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, লিনাক্স, কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্ক, গ্রাফিক্স ডিজাইন, থ্রিডি অ্যানিমেশন, কম্পিউটার সফট্ওয়্যার ডেভেলপমেন্ট ইন মাইক্রোসফট প্লাটফর্ম এবং মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট।

যারা আবেদন করতে পারবেঃ

Minimum SSC/’O’ Level

আবেদনপত্র জমা দেয়ার শেষ সময়: ৫ মে এবং ১০ মে পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাবে।

  • Application Deadline: 25th May, 2015
  • Selection Interview: 27 -28 May, 2015
  • Admission Deadline: 31 May, 2015

অনলাইনে আবেদেন ও বিস্তারিত জানা যাবে scholarship.jobsbd.com এই ঠিকানায়।





About লেখাপড়া বিডি ডেস্ক 1493 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*