Advertisements
আমি অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছিলাম। এক সাবজেক্ট এফ গ্রেট এসেছিল। তাই ওই এক সাবজেক্টে পুনরায় ফরম ফিল আপ করি। কিন্তু পরীক্ষা দিতে পারিনি। কিন্তু পরে সেকেন্ড ইয়ারেও ফরম ফিল আপ করিনি আর পরীক্ষাও দিই নি।
এখন আমি কি করতে পারি? আমার স্টুডেন্টশিপ কি বাতিল হয়ে গেছে?
উল্লেখ্য, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ এর ছাত্র।