কুবিতে কেমিকেল সোসাইটির সম্মেলন ১১ এপ্রিল

‘Chemistry for Green Living’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কেমিকেল সোসাইটির ৩৭তম বার্ষিক সম্মেলন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের আয়োজনে কুবি ক্যাম্পাসে এ বছর সংগঠনটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ মার্চ) সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক কুবির বিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।কেমিকেল সোসাইটির সম্মেলন

জাতীয় এই সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন কুবির উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ।

বাংলাদেশ কেমিকেল সোসাইটির এ সম্মেলনে শুধু বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নানকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

সম্মেলনে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য নিবন্ধন কমিটির আহ্বায়ক ও কুবির রসায়ন বিভাগের প্রভাষক মো. আব্দুল মাজেদ পাটোয়ারীর সঙ্গে ( ইমেইল : mamajedp@gmail.com/ ০১৭২২০৫৫১৬৫ ) যোগাযোগ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *