২০১৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ

আজ ১লা এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০১৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

✺ পরীক্ষার হলে ঢোকার পূর্বে লক্ষনীয় বিষয়:

☞রেজিঃ কার্ড ও এডমিট কার্ড নিতে ভুলবে না।
☞পরীক্ষার হলে অবশ্যই সময়ের দিকে দৃষ্টি রাখবে আর সবাই হাত ঘড়ি নিয়ে যাবে কারণ অধিকাংশ পরীক্ষার হলে দেয়াল ঘড়ি থাকেনা।
☞পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকো।
☞যেহেতু এখন গরম পড়ছে এক বোতল পানি সাথে করে নিয়ে যেতে পারো তাহলে পানি পিপাসা লাগলে বাইরে বের হয়ে সময় নস্ট হবেনা।
☞সাথে ফাইল নিয়ে গেলে ফাইলটা যেন স্বচ্ছ হয় নাহলে ফাইল ব্যবহার করতে দেবেনা।Exam

✺পরীক্ষার হলে ঢোকার পর লক্ষনীয় বিষয়:

☞সকল প্রকার টেনশন মুক্ত থাকার চেষ্টা করো এবং মাথা ঠান্ডা রাখো।
☞মার্জিনের জন্য অনেকে পেন্সিল ব্যাবহার করে, এটা বাধ্যতামূলক নয়। কালির কলম দিয়ে করলে কোনো সমস্যা নাই।
☞রেজিঃ নাম্বার, রোল নাম্বার, সেট কোড পূরণ করার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করো। প্রয়োজনে প্রথমে পেন্সিল দিয়ে দাগিয়ে তারপর বল পয়েন্ট ব্যাবহার করো।
☞জেল পেন দিয়ে ওএমআর শীট পূরণ করবে না।
☞অতিরিক্ত খাতার ক্রমিক নাম্বারটি খাতায় উঠাও।

পরিশেষে সকল পরীক্ষার্থীর সাফল্য কামনা করে এখানে শেষ করছি।





About আল মামুন মুন্না 821 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*