আজ ১লা এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০১৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।
✺ পরীক্ষার হলে ঢোকার পূর্বে লক্ষনীয় বিষয়:
☞রেজিঃ কার্ড ও এডমিট কার্ড নিতে ভুলবে না।
☞পরীক্ষার হলে অবশ্যই সময়ের দিকে দৃষ্টি রাখবে আর সবাই হাত ঘড়ি নিয়ে যাবে কারণ অধিকাংশ পরীক্ষার হলে দেয়াল ঘড়ি থাকেনা।
☞পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকো।
☞যেহেতু এখন গরম পড়ছে এক বোতল পানি সাথে করে নিয়ে যেতে পারো তাহলে পানি পিপাসা লাগলে বাইরে বের হয়ে সময় নস্ট হবেনা।
☞সাথে ফাইল নিয়ে গেলে ফাইলটা যেন স্বচ্ছ হয় নাহলে ফাইল ব্যবহার করতে দেবেনা।
✺পরীক্ষার হলে ঢোকার পর লক্ষনীয় বিষয়:
☞সকল প্রকার টেনশন মুক্ত থাকার চেষ্টা করো এবং মাথা ঠান্ডা রাখো।
☞মার্জিনের জন্য অনেকে পেন্সিল ব্যাবহার করে, এটা বাধ্যতামূলক নয়। কালির কলম দিয়ে করলে কোনো সমস্যা নাই।
☞রেজিঃ নাম্বার, রোল নাম্বার, সেট কোড পূরণ করার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করো। প্রয়োজনে প্রথমে পেন্সিল দিয়ে দাগিয়ে তারপর বল পয়েন্ট ব্যাবহার করো।
☞জেল পেন দিয়ে ওএমআর শীট পূরণ করবে না।
☞অতিরিক্ত খাতার ক্রমিক নাম্বারটি খাতায় উঠাও।
পরিশেষে সকল পরীক্ষার্থীর সাফল্য কামনা করে এখানে শেষ করছি।
আমি কি ভর্তির ক্ষেত্রে দুইটি কলেজে দুইটি Groupe পছন্দ করতে পারব? যেমন ১টি কলেজে SC আর ১টি কলেজে HU…