আজ ১লা এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০১৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।
✺ পরীক্ষার হলে ঢোকার পূর্বে লক্ষনীয় বিষয়:
☞রেজিঃ কার্ড ও এডমিট কার্ড নিতে ভুলবে না।
☞পরীক্ষার হলে অবশ্যই সময়ের দিকে দৃষ্টি রাখবে আর সবাই হাত ঘড়ি নিয়ে যাবে কারণ অধিকাংশ পরীক্ষার হলে দেয়াল ঘড়ি থাকেনা।
☞পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকো।
☞যেহেতু এখন গরম পড়ছে এক বোতল পানি সাথে করে নিয়ে যেতে পারো তাহলে পানি পিপাসা লাগলে বাইরে বের হয়ে সময় নস্ট হবেনা।
☞সাথে ফাইল নিয়ে গেলে ফাইলটা যেন স্বচ্ছ হয় নাহলে ফাইল ব্যবহার করতে দেবেনা।
✺পরীক্ষার হলে ঢোকার পর লক্ষনীয় বিষয়:
☞সকল প্রকার টেনশন মুক্ত থাকার চেষ্টা করো এবং মাথা ঠান্ডা রাখো।
☞মার্জিনের জন্য অনেকে পেন্সিল ব্যাবহার করে, এটা বাধ্যতামূলক নয়। কালির কলম দিয়ে করলে কোনো সমস্যা নাই।
☞রেজিঃ নাম্বার, রোল নাম্বার, সেট কোড পূরণ করার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করো। প্রয়োজনে প্রথমে পেন্সিল দিয়ে দাগিয়ে তারপর বল পয়েন্ট ব্যাবহার করো।
☞জেল পেন দিয়ে ওএমআর শীট পূরণ করবে না।
☞অতিরিক্ত খাতার ক্রমিক নাম্বারটি খাতায় উঠাও।
পরিশেষে সকল পরীক্ষার্থীর সাফল্য কামনা করে এখানে শেষ করছি।
Leave a Reply