আসুন গোসল করার নিয়ম সম্পর্কে সঠিক ভাবে জানিঃ ফরজ গোসল কি, গোসলের নিয়ত, গোসলের ফরজ

প্রিয় পাঠক, আসসালামুআলাইকুম। সবাইকে সলাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করতে যাচ্ছি। আমার আজকের পোস্টে ইসলামের আলোকে গোসল করার নিয়ম সম্পর্কে আলোচনা করবো। এই পোস্ট থেকে জানতে পারবেন ফরজ গোসল কি? এছাড়া ওয়াজিব গোসল, সুন্নাত গোসল সম্পর্কেও আলোচনা করা হবে। এই পোস্ট থেকে আরো জানতে পারবেন গোসলের নিয়ত, গোসলের ফরজ সমূহ।

swimming

ফরজ গোসল কি?

স্বামী স্ত্রীর স/হ\বা/স হলে বী/র্য\পা/ত হোক বা না হোক , সপ্নদোষ , যৌ*-*ন উত্তেজনার কারনে বী-/র্য বের হলে কিংবা স্ত্রীলোকের হায়েয নেফাসের র/ক্ত\স্রা/ব বন্ধ হলে ইত্যাদি ক্ষেত্রে গোসল ফরজ ।।

ওয়াজিব গোসল

মৃত ব্যক্তিকে গোসল দেয়া , কাফির মুসলিম হতে চাইলে তার গোসল করা ওয়াজিব ।।

সুন্নাত গোসল

শুক্রবার , দুই ঈদের দুইদিন , হজ্জে আরাফাতের দিন ইত্যাদি ক্ষেত্রে গোসল করা সুন্নত ।।
এছাড়া শবে বরাত শবে কদরের ইবাদতের উদ্দেশ্যে গোসল দেয়া মুস্তাহাব এবং সুস্বাথ্যের জন্য ও ধূলা বালি হতে পরিষ্কার হতে যে গোসল তা হলো মুবাহ গোসল ।।
*****************

গোসলের নিয়ত

নাওয়াইতুল গুসলা লিরাফ্ য়িল জানাবাতি ।।
অর্থ:- নাপাকী দূর করার জন্য আমি গোসল করছি ।।
*****************

গোসলের ফরজ সমূহ

** গড়গড়াসহ কূলি করা ।।
** নাকের ভিতর পানি দেওয়া ও উত্তমরুপে পরিস্কার করা ।।
** সমস্থ শরীরের প্রতি পশমের গোড়ায় গোড়ায় পানি পৌছিয়ে পরিষ্কার করে ধৌত করা ।।

এই পোস্টে আমরা ইসলামের আলোকে  ফরজ গোসল, ওয়াজিব গোসল, সুন্নাত গোসল কি সে সম্পর্কে আলোচনা করেছি। এছাড়াও গোসলের নিয়ত, গোসলের ফরজ সমূহ আলোচনা করেছি।





About এম.এম.জুবাইর রহমান 11 Articles
Govt.H.S.S.College মাগুরা এর POLITICAL SCIENCE এর ছাত্র। এম.এম .জুবাইর রহমান , মহম্মদপুর, মাগুরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*