২০১২-১৩ শিক্ষাবর্ষ এর বিবিএ (সম্মান) ১ম বর্ষের ফলাফলে ১ বিষয় এবং ২ বিষয়ে কৃতকার্যদের ২য় বর্ষে প্রমোটেড না করার প্রতিবাদে বগুড়ার সরকারী শাহ সুলতান কলেজের বিবিএ (সম্মান) এর নন প্রমোটেড এবং প্রমোটেড ছাত্র-ছাত্রীরা মানববন্ধন কর্মসূচী পালন করে ।
উক্ত মানববন্ধনে তারা আগের বর্ষের মত ১বিষয়ে কৃতকার্যদের প্রমোটেডের দাবি জানায় । এসময় বানানীতে ঢাকা -বগুড়া মহাসড়কে প্রায় ৪০মিনিট যানবাহন চলাচল বন্ধ করে দেয় ছাত্র-ছাত্রীরা।
উক্ত মানববন্ধনে ছাত্রনেতা আতিক,শামিম,জিবন সহ অনেকেই ছাত্র-ছাত্রীদের হয়ে তাদের প্রমোটেডের দাবি প্রকাশ করে ,অন্যথায় তারা অনশন কর্মসূচির কথা জানায়।
পরে সরকারী শাহ সুলতান কলেজের অধ্যক্ষ জগেন্দ্র কুমারের আশ্বাসে তারা মানববন্ধন থেকে কলেজে প্রবেশ করে ।
Leave a Reply