Basic ইংলিস কোর্সঃ পর্ব 10

আসসালামু আলাইকুম । Basic ইংলিস কোর্সের ১০ম ও শেষ পর্বে আজকে আলোচনা করব কিভাবে English  এ আরো দক্ষতা অর্জন করা যেতে পারে । তার আগে দুটা প্রয়োজনীয় রুল আলোচনা করব যা শুদ্ধ ইংরেজি বাক্য গঠনে একান্ত জরুরি ।

  1. সাধারণত Modal Auxiliary  এর পরে verb এর Base form/present form বসে ।Modal Auxiliary  গুলো হলঃ shall, should,will,would,can, could,may,might.

    যেমনঃ তোমার কাজটি করা উচিত- You should do the work.

    1. সাধারণত preposition এর পরে verb থাকলে সেই verb এর সাথে ing যুক্ত করে বাক্য গঠন করতে হয় । তবে ‘To’ preposition  এর পরে verb এর base form/present form বসবে ।

    যেমনঃ তোমাকে সেখানে যেতেই হবে-You have to go there.

    ক্রিকেট খেলার ব্যাপারে আগ্রহী -He is interested about playing cricket

    English Lerning

    ইংরেজীর দক্ষতা বাড়াতে কিছু পরামর্শঃ

    1. ইংরেজীর শব্দ সম্ভার বাড়ানো ।
    2. Grammer অনুযায়ী বেশি বেশি বাক্য গঠনের চেষ্টা করা ।
    3. Tense, Parts of speech, Clause সম্পর্কে শুদ্ধ ধারণা অর্জন করা ।
    4. ইংরেজি লেখা পড়তে চেষ্টা করা । যেমন বিভিন্ন ইংরেজি পত্রিকা, বায়োগ্রাফি ।
    5. একা একা অথবা কাউকে সাথে নিয়ে ইংরেজি বলতে চেষ্টা করা । বিভিন্ন ইংরেজি লেকচার শুনা যেতে পারে ।

     

    Basic English কোর্সের এখানেই সমাপ্তি । আবার হয়ত দেখা হবে, অন্য কোন বিষয় নিয়ে ।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*