প্রাথমিক বিদ্যালয়ের পাঠ সংশ্লিষ্টউপকরণ নিয়ে আড়াইহাজারে শিক্ষা উপকরণ মেলা অনুষ্টিত হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি থেকে এই মেলার উদ্ধোধন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শরিফুল হক, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা শিক্ষা অফিসার শাহানা আফরোজ, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন, শিক্ষক নেতা খোরশেদা আক্তার ও আড়াইহাজারথানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকাল নয়টা থেকে বিকাল পর্যন্ত অনুষ্টিত মেলায় শিক্ষা উপকরণ সামগ্রী দেখতে শিক্ষানুরাগী,অভিভাবক, ছাত্র-ছাত্রী ছাড়াও বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে। মেলাতে ক্লাস্টার দলের শিক্ষক শিক্ষিকাদের তৈরী বিভিন্ন শিক্ষা উপকরণ, শিক্ষা বিষয়ক চিত্রসহ অনেক শিক্ষনীয় সামগ্রী প্রদর্শণ করা হয়।
এ আকর্ষণীয় শিক্ষা মেলায় উপজেলার সকলপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন অংশগ্রহন করেন। আর এতে করে শিক্ষাথীরা পড়ালেখায় মনযোগী হবে বলে মনে করেন শিক্ষকরা।
Leave a Reply