মীর মশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের সমাধি ভিটা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে মীর মশাররফ হোসেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
RAJBARI_Manobbundhon
১৩ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।
১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বালিয়াকান্দিতে বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শনে আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মূলত এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি মেজবাহ-উল-করিম রিন্টু, জেলা রবীন্দ্র সঙ্গীত পরিষদের সাবেক সভাপতি রথীন্দ্র নাথ দাস, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সুমন বিশ্বাস, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এজাজ আহমেদ, জেলা উদীচীর সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল হাসান খোকা, লেখক খালেদ সালাউদ্দিন জগলু, সাংবাদিক চন্দন শীল, আবৃত্তি পরিষদের মেরুনা বানু মুন, সঙ্গীত শিক্ষক আব্দুল জব্বার প্রমুখ।

সূত্রঃ বাংলানিউজ





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*