এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৫

By মোঃ মিলন ইসলাম

Published on:

Advertisements

এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৫ : আসন্ন এসএসসি পরীক্ষা ২০২৫ গত ১০ এপ্রিল শুরু হয়েছে। প্রথম পরীক্ষা বাংলা ১ম দিয়ে শুরু হয়েছে এই পরীক্ষা। বাংলা ১ম প্রত্র পরীক্ষার পর অনেক শিক্ষার্থীরা আমাদের কাছে এবং গুগল সার্চে এসএসসি পরীক্ষা বাংলা ২য় পত্র পরক্ষার সাজেশন খুজছেন। তাই আপনাদের কথা মাথায় রেখে বাংলা ২য় পত্র পরীক্ষার চূড়ান্ত সাজেশন এখানে তুলে ধরছি। 

এবারের বাংলা ২য় পত্র পরীক্ষা মোট ১০০ নম্বরের অনুষ্ঠিত হবে। লিখিত অংশ (সৃজনশীল প্রশ্ন) ৭০ নম্বর ও বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) ৩০ নম্বর অনুষ্ঠিত হবে। লিখিত অংশে ২৩ পেলে পাস নম্বর ও বহুনির্বাচনী ১০ পেলে পাস নম্বর। দুটো মিলে ৩৩ পেলে পাস। প্রতিটি অংশে আলাদাভাবে এই পাস নম্বর অর্জন করতে হবে। অর্থাৎ, লিখিত অংশে ২৩ এবং এমসিকিউ অংশে ১০ নম্বর না পেলে পাস করা যাবে না।

এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৫

বাংলা ২য় পত্র (নির্মিত অংশ) | চূড়ান্ত সাজেশন | SSC 2025

১. অনুচ্ছেদ রচনা (১০ নম্বর)

  • বইমেলা

  • প্রযুক্তির ব্যবহার

  • সময়ের মূল্য

  • স্মার্ট বাংলাদেশ

  • মুক্তিযুদ্ধ

  • পরিবেশ দূষণ

  • নারী শিক্ষা

  • মাদকাসক্তি

২. চিঠি লেখন (১০ নম্বর)

  • পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে মায়ের কাছে চিঠি

  • বন্ধুকে বই পড়ার উপকারিতা সম্পর্কে চিঠি

  • পত্রিকায় প্রকাশের উপযোগী সড়ক দুর্ঘটনা প্রতিকারে প্রশাসনের কাছে চিঠি

  • বিদ্যালয়ে গ্রন্থাগার স্থাপনের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে চিঠি

৩. সারাংশ / সারমর্ম (১০ নম্বর)

🔹 সারাংশ (গদ্য)সারমর্ম (কবিতা) উভয়ই অনুশীলন করুন।

✅ অনুশীলনের জন্য বিষয়ঃ

  • আত্মনির্ভরতা

  • সময়ের গুরুত্ব

  • প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক

  • দেশপ্রেম

৪. ভাব-সম্প্রসারণ (১০ নম্বর)

🔹 প্রবাদ বা উপদেশমূলক উক্তির বিস্তারিত বিশ্লেষণ চর্চা করুন।

✅ গুরুত্বপূর্ণ ভাব-সম্প্রসারণঃ

  • সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না

  • কৃচ্ছ্রসাধনেই শান্তি

  • শিক্ষাই জাতির মেরুদণ্ড

  • পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি

  • বিদ্যা দান শ্রেষ্ঠ দান

  • বই কিনে কেউ দেউলিয়া হয় না

৫. প্রতিবেদন রচনা (১০ নম্বর)

 

  • বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • বৃক্ষরোপণ অভিযান

  • মাদকবিরোধী র‍্যালি

  • নবীনবরণ অনুষ্ঠান

  • বইমেলা পরিদর্শন

  • সড়ক দুর্ঘটনা

৬. প্রবন্ধ রচনা (২০ নম্বর)

🔹 সামাজিক ও জাতীয় বিষয়ে গঠনমূলক বিশ্লেষণ দিন।

✅ গুরুত্বপূর্ণ টপিকসঃ

  • ডিজিটাল বাংলাদেশ

  • বাংলাদেশ ও বঙ্গবন্ধু

  • মাদকদ্রব্য: সমস্যা ও প্রতিকার

  • শিক্ষার গুরুত্ব

  • বেকার সমস্যা

  • দুর্নীতি রোধে তরুণ সমাজের ভূমিকা

  • জলবায়ু পরিবর্তন

  • স্মার্ট বাংলাদেশের চ্যালেঞ্জ

 

Leave a Comment