মাহে রমজান কবিতা

By Md. Sayadul Islam

Updated on:

Advertisements

বছর ঘুরে এলো
মাহে রমজান,
সিয়াম সাধনায় করো
প্রভুর গুণগান।

কোরআন পড়ো সবে
দিনে আর রাতে,
হরফে হরফে নেকী
পাবে সাথে সাথে।

সিয়াম সাধনায়
থাকে মন ভালো,
চেহারায় ফুটে ওঠে
নূরেরী আলো।

নামাজ দরুদে যদি
থাকি মশগুল,
জীবনের পাপগুলো
হয়ে যাবে ফুল।

মাহে এই রমজানের
মাহাত্ম্য বুঝে,
মনে প্রাণে নেবো সবে
জান্নাত খুঁজে।

Leave a Comment