কয়রায় উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

By MD. IQBAL HOSSAIN

Updated on:

মো: ইকবাল হোসেন, কয়রা (খুলনা): খুলনার কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় কয়রা কপোতাক্ষ কলেজ মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও জামায়াত ইসলামীর খুলনা জেলা শুরা সদস্য ও কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. শেখ সাইফুল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

এসময় বক্তব্য রাখেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কয়রা কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওয়ালিউল্লাহ, উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, জামায়াত নেতা মাওলানা আবু তাহের, হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা সাজ্জাদ হোসেন, মাওলানা আব্দুল হামিদ, মাস্টার সাইফুল্যাহ হায়দার, মো. আবু সাঈদ, মো. মিজানুর রহমান, মাস্টার নুর কামাল, মাওলানা মতিউর রহমান প্রমুখ।

ইফতার মাহফিলে উপজেলা জামায়াত ইসলামীর অসংখ্য নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ সহ সাধারণ পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Comment