ওয়ার্ল্ড ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের রৌপ্যপদকঃ দেশের জন্য বিরল গৌরব বয়ে আনলো গ্লেনরিচের আয়ান

অনন্য এক মাইলফলক স্থাপনের নজির স্থাপন করেছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা। স্কুলটির গ্রেড-৯ এর শিক্ষার্থী আয়ান জামান গত ৩০ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর মর্যাদাপূর্ণ ‘টপ টিম’ অ্যাওয়ার্ড অর্জন করেছে। আয়ান তার অসাধারণ পারফরম্যান্সের কারণে ইন্ডিভিজ্যুয়াল রাউন্ডে রৌপ্যপদক অর্জন করে দেশের জন্য বিরল গৌরব বয়ে নিয়ে আসে।

আন্তর্জাতিকভাবে সুপরিচিত এই প্রতিযোগিতায় রয়্যাল সিক্স অব বেঙ্গলের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আয়ান। প্রতিযোগিতায় ২৭টি দেশের মোট ৭২৬ জন প্রতিযোগী অংশ নেয়। শিক্ষার্থীরা এতে দলগতভাবে গাণিতিক সমস্যার সমাধান করে, রিলে ও ইন্ডিভিজ্যুয়াল রাউন্ডে অংশ নেয়; নিজেদের অ্যাকাডেমিক ও সহযোগিতামূলক দক্ষতা দেখানোর সুযোগ পায়।

 

বাংলাদেশ এবারই প্রথম ওয়ার্ল্ড ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নিতে ২৭ জন বাংলাদেশি ৫টি দলে বিভক্ত হয়ে নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করে এবং জাতীয় দলে নিজেদের অবস্থান নিশ্চিত করতে ১০টি কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যায়। গণিতের প্রতি আয়ানের অসামান্য দক্ষতা ও নিষ্ঠার কারণেই এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। আর এরই ধারাবাহিকতায়, দেশের জন্য বিরল গৌরব নিয়ে আসা গেছে। তার অ্যাকাডেমিক ও ব্যক্তিগত সমৃদ্ধির অংশ হওয়ায় গ্লেনরিচ উত্তরা-ও এই কৃতিত্বের ভাগীদার হলো।

এ বিষয়ে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার প্রিন্সিপাল ড. শিবানন্দ সিএস বলেন, “আয়ানের এ সাফল্য গণিতের প্রতি তার নিষ্ঠা, অধ্যবসায় ও প্রতিভারই প্রতিফলন। তার এ সাফল্য কেবল গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার জন্য সম্মান বয়ে নিয়ে আসেনি; একইসাথে, বাংলাদেশের প্রতিভাকে বিশ্বের দরবারে যথাযথভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। আয়ানের অর্জন দেশের তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে; আগামীর জীবনে তাদের স্বপ্নপূরণে ও সফল হয়ে উঠতে উদ্যমী করে তুলবে।”

উল্লেখ্য, গাণিতিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন এবং বিশ্বব্যাপী শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করে তুলতে একটি প্রিমিয়ার গ্লোবাল প্ল্যাটফর্ম হিসেবে এই ওয়ার্ল্ড ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়।





About লেখাপড়া বিডি ডেস্ক 1527 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*