স্কুলে পানি পরিশোধন ফিল্টার ও জেলেদের ঘরে সোলার প্যানেল বসাতে চুক্তি করলো প্রাইম ব্যাংক ও ফুটস্টেপ বাংলাদেশ

স্কুলে পানি পরিশোধন ফিল্টার ও জেলেদের ঘরে সোলার প্যানেল বসাতে চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ও ফুটস্টেপ বাংলাদেশ। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করে প্রতিষ্ঠান দুটি।

চুক্তির আওতায়, সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ফুটস্টেপের সহায়তায় চট্টগ্রামের ৮টি সরকারি স্কুলে পানি পরিশোধন ফিল্টার এবং কক্সবাজারের জেলে পল্লীর ১০০ ঘরে সোলার প্যানেল স্থাপন করবে প্রাইম ব্যাংক।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ রিস্ক অফিসার মো. জিয়াউর রহমান বলেন, ‘নিরাপদ খাবার পানি ও নবায়ণযোগ্য জ্বালানি নিশ্চিত করে আমাদের ব্যাংক অবহেলিত মানুষের উন্নয়নে বদ্ধপরিকর। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে, আমাদের ব্যাংক সব সময়ই টেকসই উন্নয়নকে প্রোমোট করে এবং যাদের প্রয়োজন তাদের সহায়তায় এগিয়ে আসে, বিশেষ করে যেসব এলাকায় মানুষের এসব মৌলিক চাহিদার স্বল্পতা রয়েছে।’





About লেখাপড়া বিডি ডেস্ক 1522 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*