চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় বই উৎসব সম্পন্ন

Advertisements

অদ্য ০১.০১.২০২৪খ্রি. সোমবার সকাল ১০টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ তথা বই উৎসব অনুষ্ঠিত হয় । এতে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেনি পর্যন্ত বই বিতরণ করা হয়।

পবিত্র কুরআন তেলাওয়াত ও নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন বক্তব্য রাখেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বাসিত।

এতে মাদরাসার উপাধ্যক্ষসহ সকল শিক্ষক- শিক্ষিকা , শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচরী উপস্থিত ছিলেন।

পরিশেষে শিক্ষার্থীদের সার্বিক, সফলতা, প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ এবং মুক্তি কামনা করে অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিনের দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Leave a Comment