জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯ অক্টোবরের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নোটিশ প্রকাশ করেছে।
স্থগিত পরীক্ষার পরবর্তী সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনিবার্য কারণে এই পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
প্রসংঙ্গগত ২৯ অক্টোবর সারাদেশ সকাল সন্ধা হরতালের ডাক দিয়েছে একটি রাজনৈতিক দল। বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মূলত একটি রাজনৈতিক দল রবিবার হরতাল কর্মসূচি ঘোষণা করার কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। এই স্তরের দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা এবং শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।
পরবর্তী সময়ে নতুন সময়সূচী প্রকাশ হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়াও নতুন রুটিন প্রকাশ পেলে আমাদের লেখাপড়া বিডি ওয়েবসাইট থেকে দেখা যাবে।
Leave a Reply