হজের সম্পূর্ণ খুতবা বাংলা অনুবাদ | ২০২৩ hajj live 2023 bangla

By Mohammad Khalilur Qaderi

Updated on:

Advertisements

হজের খুতবা বাংলা অনুবাদ: আরাফার খুতবা, আরাফার নিমরা মসজিদ থেকে, ৯ জুল-হিজ্জাহ ১৪৪৪ হিজরি, মহামান্য শেখ ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ কর্তৃক প্রদত্ত ‘আরাফা দিবস’। যেখানে হাজ্জীরা আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে একত্রিত হয়। সংস্কৃতি ও ভাষার দিকে থেকে ভিন্ন হলেও তারা সেখানে একই খুতবাই শ্রবণ করেন। সেটি আরাফার খুতবা।

হজের খুতবা বাংলা অনুবাদ

‘মসজিদে হারাম ও মসজিদে নববী বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি’ আনন্দের সাথে জানাচ্ছে যে, এই খুতবার ম্যাসেজকে বিশ্বময় ছড়িয়ে দিতে সৌদি রাজকীয় সরকারের অতি উৎসাহের কারণে, হারামাইন শরীফাইনের জুমার খুতবা ও আরাফার খুতবার তাৎক্ষনিক অনুবাদের জন্য খাদেমুল হারামাইন কর্তৃক গৃহিত প্রকল্পের অধীনে আরাফার খুতবার অনুবাদের লাইভ সম্প্রচারের সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পৃথিবীর মোট ২০টি ভাষায় এই খুতবার লাইভ সম্প্রচার পেশ করা হবে।

হজের সম্পূর্ণ খুতবা বাংলা অনুবাদ

নীচে দেয়া লিংক থেকে হজ্বের শুনুন সম্পূর্ণ খুতবা বাংলায় অনুবাদঃ

খুতবার বাংলা অনুবাদ করেন ড. খলীলুর রহমান ও আ ফ ম ওয়াহিদুর রহমান। তাদের সঙ্গে থাকবেন মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তাঁরা সবাই মক্কার বিখ্যাত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

Leave a Comment