পারিভাষিক শব্দ কাকে বলে? উদাহরণ সহ আলোচনা কর।

জ্ঞান- বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশেষ অর্থে ব্যবহৃত শব্দসমূহকে পারিভাষিক শব্দ বলে। কোন নির্দিষ্ট বিষয়ে বিশেষ অর্থে ব্যবহৃত শব্দগুলোই হলো পারিভাষিক শব্দ।

অর্থাৎ যে সকল বিদেশি শব্দের বাংলা ভাষায় প্রতিশব্দ নেই কিংবা থাকলেও সেগুলোর ব্যবহার শ্রুতিকটু, দুর্বোধ্য। সেসব বিদেশি শব্দের বিশেষ অর্থবোধক শব্দকে পারিভাষিক শব্দ বলে।

ইংরেজি Science এর বাংলা ভাষায় ব্যবহৃত পরিভাষা বিজ্ঞান। এখানে বিজ্ঞানের সমার্থক বা প্রতিশব্দ বাংলায় নেই। কিন্তু বিশেষ অর্থবোধকে বিজ্ঞান বলতে আমরা বুঝি পর্যবেক্ষণ ও গবেষণালব্ধ জ্ঞান অথবা কোন বিষয়ে বিশেষ জ্ঞান। একইভাবে ইংরেজি Oxyzen, Hydrogen এর বাংলা পারিভাষিক শব্দ যথাক্রমে অম্লজান, উদজান।

একথা সকলেই অবশ্যই মনে রাখতে হবে, পারিভাষিক শব্দ মাত্রই বিদেশি শব্দ। কিন্তু সকল বিদেশি শব্দ পারিভাষিক শব্দ নয়।

চলন্তিকা অভিধানে রাজশেখর বসু পারিভাষিক শব্দের অর্থ করতে গিয়ে লিখেছেন, ‘বিশেষ অর্থবোধক শব্দকে পারিভাষিক শব্দ বলে।’

জোনাথন ডানকান ইংরেজ আমলে মুম্বাইয়ের গভর্নর ছিলেন। তিনি ১৭৮৪ সালে বাংলা ভাষায় প্রথম পারিভাষিক শব্দ ব্যবহার করেন।

পূর্ব পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি এবং বাংলা উন্নয়ন বোর্ড নিজেদের প্রয়োজন মতো পারিভাষিক শব্দ ব্যবহার শুরু করেন। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মুহম্মদ আব্দুল হাই, ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান প্রমুখ।

নিচে বাংলা ভাষায় অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ উল্লেখ করা হলো।

Bulletin- জ্ঞাপনপত্র
Dialect- উপভাষা
Urban- শহুরে
Eye-witness- প্রত্যক্ষদর্শী, সাক্ষী
Fiction- কল্পকাহিনি
Skull- মাথার খুলি
Leap year- অধিবর্ষ
Republic- প্রজাতন্ত্র
Principle-Principle- নীতি, তত্ত্ব, সূত্র
Nursery- শিশুশালা
Annexation- সংযুক্তি
Booklet- পুস্তিকা
Diplomatic- কূটনৈতিক
Memorandum- স্মারকলিপি
Worship- পূজা
Affidavit- হলফনামা
Fundamental- মৌলিক, মূল, প্রধান
Galaxy- ছায়াপথ
Oath- শপথ
Manifesto- ইশতেহার
Rank- পদমর্যাদা
Note- টীকা, মন্তব্য
Prescription- ব্যবস্থাপত্র
Eye- Wash- ধোঁকা
Code- সংকেতলিপি
File- নথি
Theory- মতবাদ, তত্ত্ব
Bio-data- জীবনবৃত্তান্ত
Dual- দ্বৈত
Octave- অষ্টক
Up-to-date- হালনাগাদ
Ad-hoc-বিশেষ, তদর্থক
Fine-art- চারুকলা
By-election- উপনির্বাচন
Symbol- প্রতীক
Attestation- প্রত্যায়ন
Data- উপাত্ত
Ethics- নীতিশাস্ত্র
Idiom- বাগধারা
Quarter- এক-চতুর্থাংশ
Rational- বিচারবুদ্ধিসম্পন্ন
Syntax- পদক্রম
Autograph- স্বলেখন
Global- বৈশ্বিক
Hostage- জিম্মি
Immigrant- অভিবাসী
Legend- কিংবদন্তি
Nutrition- পুষ্টি
Deputation- প্রতিনিধিত্ব, প্রেষণ
Home Ministry – স্বরাষ্ট্র মন্ত্রণালয়
Prepaid- আগাম প্রদত্ত
External- বহিরাগত
Abstract- বিমূর্ত
Cold War – স্নায়ুযুদ্ধ
Embargo- নিষেধাজ্ঞা
Gratuity- পারিতোষিক
Hygiene- স্বাস্থ্যবিধি
Myth- রূপকথা, পুরাণ
Justice- ন্যায়বিচার, বিচার
Sabotage- অন্তর্ঘাত
Walkout- সভা বর্জন
Token- প্রতীক, বিনিময়পত্র
Uniform- উর্দি
Forecast- পূর্বাভাস
Allegation- অভিযোগ
Blue Print- নীলনকশা
Brand- পণ্য, মার্কা চিহ্ন
Subsidy- ভর্তূকি
Book-Post- খোলাডাক
Index- সূচিপত্র, সূচক
Acknowledgement- প্রাপ্তিস্বীকার
Invoice- চালান
Lease- ইজারা
Keyword- মূল শব্দ
Lien- পূর্বস্বত্ব
Analysis- বিশ্লেষণ
Vehicle- যানবাহন
Deed- দলিল
Sanction- অনুমোদন, মঞ্জুরি
Quack- হাতুড়ে ডাক্তার
Campus- অঙ্গন, চত্বর
War-Criminal- যুদ্ধাপরাধী
Exchange- বিনিময়
Fact- ঘটনা, তথ্য
Ratio- অনুপাত
War-crime- যুদ্ধাপরাধ
Bond- প্রতিজ্ঞাপত্র
Password- গুপ্তমন্ত্র, সংকেত
Option- বিকল্প, ইচ্ছা, পছন্দ
Notification- বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন
Surplus- উদ্বৃত্ত
Agent- প্রতিনিধি
Dynamic- উদ্যমী, গতিশীল
Irrigation- সেচ, জলসেচন
Sponsor- পৃষ্ঠপোষক
Conduct- আচরণ
Agenda- আলোচ্যসূচি
Copyright- গ্রন্থস্বত্ব, লেখকস্বত্ব
Zone- অঞ্চল, এলাকা
Millennium- সহস্রাব্দ
Adjust- সমন্বয় করা
Phonetics- ধ্বনিবিজ্ঞান, ধ্বনিবিদ্যা
Census- আদমশুমারি





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*