এলজিইডি নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৩ | LGED এডমিট কার্ড ডাউনলোড ২০২৩

By মোঃ মিলন ইসলাম

Updated on:

LGED নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৩
Advertisements

এলজিইডি নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৩ | LGED এডমিট কার্ড ডাউনলোড ২০২৩ করা যাবে আমাদের এই পোস্ট থেকে। Lged নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ হয়েছে। আজ ১৩ এপ্রিল ২০২৩ তারিখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ওয়েবসাইটে এই পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি অনযায়ী যেসকল প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। এলজিইডি চাকরির বিজ্ঞপ্তির তারিখ জানুন আমাদের এখান থেকে। 

LGED নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৩

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর বিজ্ঞপ্তি অনুযায়ী এলজিইডি নিয়োগ পরীক্ষা আগামী ০৫ মে ও ১২ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে। Lged নিয়োগ পরীক্ষার তারিখের নোটিশে পদ গুলোর নাম সহ উল্লেখ্য করা হয়েছে। এই পোস্টের নিচের অংশে পদ গুলোর নাম সহ lged নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি তুলে ধরা হবে। যারা এলজিইডি নিয়োগ এর লক্ষে অনলাইনে আবেদন করেছেন তারা এখান থেকে বিস্তারিত তথ্য দেখে নিন।

নিয়োগদাতা প্রতিষ্ঠানস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
শিরোনামএলজিইডি নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৩
এবংLGED নিয়োগ পরীক্ষার তারিখ
পরীক্ষার তারিখ০৫ ও ১২ মে ২০২৩
ওয়েবসাইটhttps://www.lged.gov.bd/

এলজিইডি নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৩

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৩ প্রকাশিত হয়েছে। পদ ভেদে যথাক্রমে ০৫ ও ১২ মে ২০২৩ তারিখে এলজিইডি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে প্রার্থীদের মোবাইল নাম্বারে মেসেজ করেও পরীক্ষার তারিখ জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

০৫ মে ২০২৩ যেসব পদ গুলোর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সার্ভেয়ার ৮৮, ইলেকট্রিশিয়ান ৮৪টি, ও মুয়াজ্জিন ০১ টি মোট ১৭৩ টি পদের নিয়োগ পরীক্ষা ০৫/০৫/২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে। 

১২ মে ২০২৩ তারিখে যেসব পদ গুলোর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, অফিস সহকারী ১৭১ টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৫৭ টি মোট ৪২৮টি পদের নিয়োগ পরীক্ষা আগামী ১২/০৫/২০২৩ তারিখে অুষ্ঠিত হবে। ২ ধাপে মোট ৬০১টি পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ ও ১২ মে তারিখে। 

LGED এডমিট কার্ড ডাউনলোড ২০২৩

এলজিইডি এডমিট কার্ড ডাউনলোড ২০২৩ নিয়ম আপনাদের সামনে শেয়ার করছি। যারা এখনও Lged নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র এখনও ডাউনলোড করেননি তারা আমাদের এই পোস্ট থেকে নিচের লিংক থেকে LGED পরীক্ষার এডমিট কার্ড Pdf ডাউনলোড করতে পারবেন। এলজিইডি এডমিট কার্ড ডাউনলোড করতে নিচের নিয়মটি ফলো করুন।

  • প্রথমে http://lged.teletalk.com.bd ভিজিট করুন
  • পদের নাম সিলেক্ট করুন।
  • User Id লিখুন
  • Password লিখুন
  • Submit করুন।

উপসংহার: প্রিয় ভিজিটর, এলজিইডি নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৩ এখানে তুলে ধরেছি এছাড়াও আমরা এখানে LGED এডমিট কার্ড ডাউনলোড ২০২৩ করার নিয়ম শেয়ার করেছি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পরীক্ষার তারিখ আমরা এখানে তুলে ধরেছি এবং পদের নাম গুলোও তুলে ধরেছি। 

Leave a Comment