১৫-০৩-২০২৩ইং বুধবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থী-২৩ ছাত্রীদের জন্য দোয়া মাহফিল মাদরাসার হলে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১ টা হতে মাদরাসা অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াত, খতমে গাউসিয়া শরিফ, হামদ, নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গজল, মানকাবাত, যৌথ কালামে রেযা পরিবেশন, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের বক্তব্য প্রদান, শিক্ষার্থীরা জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রাপ্ত পুরষ্কার ছাত্রীদের মাঝে বিতরণ ও মাদরাসার দুই ছাত্রীর জন্য মাগফিরাত কামনা করে ইসালে সাওয়াব মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে- ছাত্রীদের কে সময়ানুবর্তিতার প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান এবং আসন্ন মাহে রমজানে ইবাদত-বন্দেগীসহ পড়াশোনা জন্য সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহন করতে দিকনির্দেশনা প্রদান করেন।
সময়মত পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি সুসম্পন্ন করা পূর্বক ভালো ফলাফল করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি ছাত্রীদের কে সুন্দর আদর্শ, সৎ চরিত্রবান হওয়ার মাধ্যমে দেশপ্রেমিক সুনাগরিক হওয়ার জন্য ছাত্রীদের আহবান জানান।
এতে মাদরাসার উপাধ্যক্ষসহ সকল শিক্ষক- শিক্ষিকা , শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচরী উপস্থিত ছিলেন।
Leave a Reply