বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফলাফল

By আল মামুন মুন্না

Updated on:

BOU Logo
Advertisements

বাউবি’র ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রোগ্রামের ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফল ০৬ ডিসেম্বর, ২০১৫ (রবিবার) প্রকাশ করা হয়েছে। আইন বিষয়ের ভর্তি পরীক্ষার ফলাফলও একই দিন প্রকাশ করার কথা থাকলেও তা অনিবার্য কারণ বসত একদিন পর ০৭ ডিসেম্বর, ২০১৫ (সোমবার) প্রকাশ করা হয়। উক্ত ফলাফল আপনাদের সুবিধার্থে এখানে প্রকাশ করা হলোঃ

[স্নাতক সম্মান প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল ডাউনলোড]

[আইন বিষয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ডাউনলোড]

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা গত ০৪ ডিসেম্বর, ২০১৫ শুক্রবার অনুষ্ঠিত হয়। ঐদিন সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত বাউবি’র সমাজ বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল কর্তৃক পরিচালিত স্নাতক সম্মান প্রোগ্রামের ২০১৬ সালের বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব, দর্শন ও ইসলামিক স্টাডিস বিষয়ক ভর্তি পরীক্ষা ও বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত আইন বিষয়ক ভর্তি পরীক্ষা বাউবি’র ঢাকা আঞ্চলিক কেন্দ্র সংলগ্ন টিচার্স ট্রেনিং (টি টি) কলেজে অনুষ্ঠিত হয়।

এর আগে ভর্তি পরীক্ষার জন্যে আবেদন প্রক্রিয়া ১৫ অক্টোবর থেকে ২৬ নভেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত চলে। পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ সমূহ নিচে দেওয়া হলোঃ

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ সমূহঃ

আবেদনের সময়সীমাঃ ৫ অক্টোবর থেকে ২৬ নভেম্বর ২০১৫

পরীক্ষার তারিখঃ ০৪ ডিসেম্বর, ২০১৫ (শুক্রবার)।

ফলাফল প্রকাশের তারিখঃ ০৬  ডিসেম্বর, ২০১৫ (রবিবার)।

মৌখিক পরীক্ষার তারিখঃ ১১ ও ১২ ডিসেম্বর (শুক্র-শনিবার ব্যাচ) ও ১৩ ডিসেম্বর (রবি-বুধবার ব্যাচ)।

ভর্তির তারিখঃ ১৭  থেকে ৩০  ডিসেম্বর।

ভর্তি সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তি নিচে তুলে দেওয়া হলোঃ

[ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করুন]

[আবেদন ফরম ডাউনলোড করুন]

Leave a Comment