বিপিএল 2023 সময়সূচী । বিপিএল ২০২৩ । বিপিএল খেলোয়াড় তালিকা ২০২৩

বিপিএল ২০২৩

বিপিএল ২০২৩, বিপিএল 2023 সময়সূচী, বিপিএল 2023 খেলোয়াড় তালিকা সহ BPL 2023 এর সকল তথ্য জানা যাবে এই পোস্ট থেকে। এখানে বিপিএল স্কোয়াড ২০২৩ তুলে ধরা হবে। বিপিএল ২০২৩ এ কোন দলে কোন প্লেয়ার খেলবে কত তারিখে বিপিএল খেলা শুরু হবে সব জানতে পারবেন এই পোস্ট থেকে। যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন তারা অবশ্যই ২০২৩ সালের বিপিএল খেলার প্লেয়ারদের তালিকা খুজছেন তাদের জন্য এই পোস্ট। এছাড়াও এখান থেকে আপনারা জানতে পারবেন বিপিএল লাইভ স্কোর দেখার নিয়ম, বিপিএল ফিক্সচার 2023, বিপিএল ফিকচার ২০২৩ সহ বিস্তারিত।  টি ২০ বিপিএল ২০২৩: আরও পড়ুন: ২০২৩ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা

বিপিএল ২০২৩

বিপিএল BPL ২০২৩ নবম আসর শুরু হচ্ছে এবার। নবম আসরে বিপিএল ২০২৩ এ কোন প্লেয়ার কোন দলে থাকবে সম্পুর্ন বিস্তারিত তথ্য এখান থেকে জানতে পারবেন। ইতিমধ্যেই (বিসিবি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল ২০২৩ এর সময়সূচী প্রকাশ করেছে। বিসিবির প্রকাশিত বিপিএল খেলার সময়সূচী অনুযায়ী ২০২৩ সালের বিপিএল খেলা শুরু হবে জানুয়ারী মাসে। ০৬ জানুয়ারী ২০২৩ তারিখে বিপিএল খেলার উদ্বোধনী ম্যাচ শুরু হবে। আপনারা সকলেই জানেন বিপিএল খেলায় মোট দল থাকবে ৭ টি। বিপিএল ২০২৩ এর বিস্তারিত তথ্য জানতে পোস্টটি সম্পুর্ন পড়ুন। 

বোর্ডবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
টুর্নামেন্টবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল  ২০২৩)
অংশগ্রহণকারী দল থাকবে০৭ টি
বিপিএল ২০২৩ উদ্ভোধনী ম্যাচ খেলার তারিখ০৬ জানুয়ারী ২০২৩
বিপিএল ২০২৩ ফাইনাল খেলার তারিখ১৬ ফেব্রুয়ারী ২০২৩
বিপিএল 2023 মোচ ভেন্যু০৩ টি
ওয়েবসাইটhttps://www.tigercricket.com.bd

বিপিএল 2023 সময়সূচী । বিপিএল ২০২৩

বিপিএল 2023 সময়সূচী , বিপিএল ২০২৩, বিপিএল 2023 খেলোয়ার তালিকা, বিপিএল স্কোয়াড জানতে এই পোস্টটি গুরুত্বপুর্ণ। এখানে আমরা বিসিবির নবম আসর বিপিএল খেলার সকল আপডেট তথ্য জানাবো। এখানে বিপিএল ২০২৩ এর সময়সূচী সহ সকল খেলোয়াড়দের তালিকা জানাবো। এখান থেকে আপনারা ৭টি দলের খেলায়ার তালিকা সহ সকল তথ্য জানতে পারবেন। 

বিপিএল দলের তালিকা ২০২৩

ক্রমিক নংদলের নাম
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ঢাকা ডমিনেটর্স
চট্রগ্রাম চ্যালেঞ্জার্স
ফরচুন বরিশাল
সিলেট স্টাইকার্স
খুলনা টাইগার্স
৭ রংপুর রাইডার্স

বিপিএল ২০২৩ সময়সূচী / বিপিএল 2023 সময়সূচী

BPL খেলার তারিখপ্রতিযোগী দলের নামভেন্যু ও সময়
০৬ জানুয়ারি ২০২৩চট্রগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্সঢাকা (দুপুর ২:৩০টা)
০৬ জানুয়ারি ২০২৩কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্সঢাকা (সন্ধা ৭:১৫টা)
০৭ জানুয়ারি ২০২৩ঢাকা ডমিনেটর বনাম খলনা টাইগার্সঢাকা (দুপুর ২:৩০টা)
০৭ জানুয়ারি ২০২৩ফরচুন বরিশাল বনাম সিলে্ট স্ট্রাইকার্সঢাকা (সন্ধা ৭:০০টা)
০৯ জানুয়ারি ২০২৩কুমিল্লা ভিক্টোরিয়ান্স বানম সিলেট স্ট্রাইকার্সঢাকা (দুপুর ২:০০টা)
০৯ জানুয়ারি ২০২৩চট্রগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্সঢাকা (সন্ধা ৭:০০টা)
১০ জানুয়ারি ২০২৩ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সঢাকা (দুপুর ২:০০টা)
১০ জানুয়ারি ২০২৩ঢাকা ডমিনেটর বনাম সিলেট স্ট্রািইকার্সঢাকা (সন্ধা ৭:০০টা)
১৩ জানুয়ারি ২০২৩চট্রগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশালচট্রগ্রাম (দুপুর ২:৩০টা)
১৩ জানুয়ারি ২০২৩খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্সচট্রগ্রাম (সন্ধা ৭:১৫ টা)
১৪ জানুয়ারি ২০২৩কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশালচট্রগ্রাম (দুপুর ২:০০টা)
১৪ জানুয়ারি ২০২৩চট্রগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রাইডার্সচট্রগ্রাম (সন্ধা ৭:০০ টা)
১৬ জানুয়ারি ২০২৩ঢাকা ডমিনেটর বনাম সিলেট স্ট্রাইকার্সচট্রগ্রাম (দুপুর ২:০০টা)
১৬ জানুয়ারি ২০২৩চট্রগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সচট্রগ্রাম (সন্ধা ৭:০০ টা)
১৭ জানুয়ারি ২০২৩খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্সচট্রগ্রাম (দুপুর ২:০০টা)
১৭ জানুয়ারি ২০২৩কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট স্ট্রাইকার্সচট্রগ্রাম (সন্ধা ৭:০০ টা)
১৯ জানুয়ারি ২০২৩কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডমিনেটরসচট্রগ্রাম (দুপুর ২:০০টা)
১৯ জানুয়ারি ২০২৩ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সচট্রগ্রাম (সন্ধা ৭:০০ টা)
২০ জানুয়ারি ২০২৩চট্রগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্সচট্রগ্রাম (দুপুর ২:৩০টা)
২০ জানুয়ারি ২০২৩ঢাকা ডমিনেটরস বনাম ফরচুন বরিশালচট্রগ্রাম (সন্ধা ৭:১৫ টা)
২৩ জানুয়ারি ২০২৩চট্রগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রাইডার্সঢাকা (দুপুর ২:০০টা)
২৩ জানুয়ারি ২০২৩কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডমিনেটরসঢাকা (সন্ধা ৭:০০ টা)
২৪ জানুয়ারি ২০২৩ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্সঢাকা (দুপুর ২:০০টা)
২৪ জানুয়ারি ২০২৩চট্রগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকা ডমিনেটরসঢাকা (সন্ধা ৭:০০ টা)
২৭ জানুয়ারি ২০২৩রংপুর রাইডার্স বনাম সিলেট স্ট্রাইকার্সসিলেট (দুপুর ২:০০টা)
২৭ জানুয়ারি ২০২৩চট্রগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশালসিলেট (সন্ধা ৭:০০ টা)

বিপিএল 2023 সময়সূচী/ বিপিএল ফিক্সচার 2023

বিপিএল ২০২৩ ফিক্সচার ডাউনলোড pdf

 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড ২০২৩ / বিপিএল 2023

মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, ইমরুল কায়েস,আশিকুজ্জামান, জাকের আলি অনিক, সৈকত আলি, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), শাহীন আফ্রিদি (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), মোহাম্মদ নবি (আফগানিস্তান), আবরার আহমেদ(পাকিস্তান), শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ) ।

ঢাকা ডমিনেটর্স স্কোয়াড ২০২৩ / বিপিএল 2023

তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন সিনিয়র, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, শান মাসুদ, আহমেদ শেহজাদ (পাকিস্তান), উসমান ঘানি (আফগানিস্তান), সালমান এরশাদ, চামিকা করুনারত্নে (শ্রীলঙ্কা), দিলশান মুনাওয়ারা (শ্রীলঙ্কা)

চট্রগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড ২০২৩ / বিপিএল ২০২৩

আফিফ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদী মারুফ, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তৌফিক খান তুষার, বিশ্ব ফার্নেন্দো (শ্রীলঙ্কা), আশান প্রিয়ঞ্জন (শ্রীলঙ্কা), কার্টিস ক্যাম্পের (আয়ারল্যান্ড), ম্যাক্স ও ডাউড (নেদারল্যান্ড), উন্মুক্ত চাঁদ ।

ফরচুন বরিশাল স্কোয়াড ২০২৩ / বিপিএল ২০২৩

সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন, ইফতেখার আহমেদ (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র(পাকিস্তান), ইব্রাহিদ জাদরান (আফগানিস্তান), করিম জানাত (আফগানিস্তান), ওমর কাদির (পাকিস্তান), রাহকিম কনর্নওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), রাহামানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), হায়দার আলি (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা(শ্রীলঙ্কা)।

সিলেট স্টাইকার্স স্কোয়াড ২০২৩ / বিপিএল ২০২৩

মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), টম মুরস, গুলবদিন নাইব ।

খুলনা টাইগার্স স্কোয়াড ২০২৩ / বিপিএল ২০২৩

তামিম ইকবাল, মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়, দাসুন শানাকা (শ্রীলঙ্কা), পল মিক্রিন (শ্রীলঙ্কা), আবিস্কা ফার্নেন্দো (শ্রীলঙ্কা), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), নাসিম শাহ (পাকিস্তান), আজম খান(পাকিস্তান)।

রংপুর রাইডার্স স্কোয়াড ২০২৩ / বিপিএল ২০২৩

নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মন্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু, শোয়েব মালিক(পাকিস্তান), পাথুম নিশানকা (শ্রীলঙ্কা), হারিস রউফ (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), জেফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), আজমাতুল্লাহ ওমুরজাই (আফগানিস্তান), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)।

পরিশেষে: আমরা এই পোস্টে ২০২৩ সালের নবম আসর বিপিএল খেলার সময়সূচী, বিপিএল ২০২৩ এর ফিক্সচার , বিপিএল 2023 এর খেলোয়াড়দের তালিকা তুলে ধরেছি এছাড়াও আমরা এখানে ২০২৩ বিপিএল ৭ টি দলের স্কোয়াড খেলোয়াড়দের তালিকা তুলে ধরেছি। এই পোস্টে আমরা শতভাগ নির্ভুল তথ্য দেয়ার চেষ্টা করেছি। এছাড়াও যদি কোন তথ্য ভুল বলে পরিলক্ষিত হয় তবে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা এটি দ্রুত সম্ভব সমাধান করবো। 





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*