স্বাধীনতা সংগ্রামে বিজয়ের ৫১তম বছর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)। রোববার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে মুখর ছিলো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড.আনোয়ার হোসেনের সভাপতিত্বে এনইউবি’র সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সমবেত হন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।
এ সময় মুক্তিযুদ্ধে প্রাণ হারানো সকল শহীদকে সম্মান জানানো হয়। এরপর উপস্থিত সকলেই এক আলোচনা সভায় মিলিত হন।এতে প্রধান অতিথির বক্তব্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের (এনইউবিটি) চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিজয়লাভ শুধু আমাদের নয়, একইসাথে পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। আমাদের মুক্তিযুদ্ধ ছিলো শোষকের বিরুদ্ধে শোষিতের লড়াই। কিন্তু স্বাধীনতার এতদিন পরেও শোষিত শ্রেণীর স্বাধীনতা পুরোপুরি অর্জিত হয়নি। যে আদর্শকে আমরা সামনে রেখেছিলাম, স্বাধীনতা অর্জনের পর আমরা সে লক্ষ্য থেকে অনেক দূরে সরে এসেছি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এই দেশের জন্য যারা জীবন দিয়েছে, তাদেরকে সম্মান ও শ্রদ্ধা জানাতে হবে।
উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের মূলমন্ত্র ছিলো একতা। সাম্যের আদর্শকে সামনে রেখে বাংলাদেশের আপামর জনসাধারণ ঐক্যবদ্ধ হয়েছিলো সে সময়। বর্তমান বাংলাদেশের বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে উঠে সামনে এগিয়ে যেতে হলে দলমত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রো-ভিসি অধ্যাপক ড. নজরুল ইসলাম, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের সম্মানিত সদস্য জনাব সাদ-আল যাবির আব্দুল্লাহ, লাবিবা আব্দুল্লাহ,বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক অধ্যাপক ড.আনোয়ারুল করিম,বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. একরামুল ইসলাম এবং রেজিস্ট্রার কমোডর (অব.) এম মনিরুল ইসলাম,প্রমুখ।
Leave a Reply