ইমাম হাসান হোসাইন স্মৃতি বৃত্তি পরীক্ষার ক্যাম্পেইন-২২ সম্পন্ন

১৬ নভেম্বর , বুধবার দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া পদুয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “হযরত ইমাম হাসান হোসাইন রাদ্বিঃ একতা সংঘ ” এর ব্যাবস্থাপনায় এবং আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস ছবুর রহঃ ফাউন্ডেশন ছগিরাপাড়া,পদুয়া এর সার্বিক সহযোগিতায় আগামী ২৩ ডিসেম্বর ২০২২ ইং, শুক্রবার অনুষ্ঠিতব্য ৩য় তম ইমাম হাসান হোসাইন স্মৃতি বৃত্তি পরীক্ষা -২২ইং এর ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।

সকাল ১০ টায় পদুয়া ছগিরাপাড়া এম,জে,আর হাকিমিয়া মাদরাসা হতে শুরু বাগমুয়া প্রাথমিক বিদ্যালয়, চরম্বা প্রাথমিক বিদ্যালয়, আলি সিকদার পাড়া প্রাথমিক বিদ্যালয় ও নাওঘাটা প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইন -২০২২ইং শেষ হয়েছে।

ক্যাম্পেইনে উক্ত স্কুল সমূহের শিক্ষকমন্ডলীদের আন্তরিকতা, সহযোগিতা ছিল অসামান্য এবং শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা দেখে আমদের ক্যাম্পেইন টীম অভিভূত।

উল্লেখ্য যে, গ্রামের পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের কে অগ্রসর ও জ্ঞান প্রতিযোগিতার উৎকর্ষতার এ যুগে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পাশাপাশি দাঁড়ানোই হাসান হোসাইন স্মৃতি বৃত্তি পরীক্ষার একান্ত লক্ষ্য ও উদ্দেশ্য। সামাজিক দায়বদ্ধতা হয়ে বিভিন্ন কর্মসূচির একটি অংশ এই বৃত্তি পরীক্ষা।

ক্যাম্পেইন চলাকালীন সহযোগিতায় করায় হযরত ইমাম হাসান-হোসাইন (রাদ্বিঃ)একতা সংঘ, ছগিরা পাড়া,লোহাগাড়া,চট্টগ্রামের এলাকাবাসী, স্কুল কতৃপক্ষ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন- একতা সংঘের সভাপতি মাওলানা বোরহান উদ্দীন কাদেরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা তাওহীদুল ইসলাম ও এনামুল হক সহ-সভাপতি মাওলানা এহেসান উদ্দিন কাদেরী, জেনারেল সেক্রেটারি সাজরিল আওয়াল শিফাইন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সুলতান মাহমুদ সাজিদ, অর্থ-সম্পাদক কায়দে আযম সাকিব, পরিকল্পনা-সম্পাদক মুহাম্মদ রাকিব, বাণিজ্য সম্পাদক মামুনুর রশিদ নিশান, দপ্তর-সম্পাদক আবু হুরায়রা শাইয়ুন, মুহাম্মদ রিদওয়ানুল হক, সমাজ কল্যাণ সম্পাদক তাইমুনুর রহমান জিয়াদ, মুহাম্মদ জমির উদ্দীন, মুহাম্মদ আযম, মাঈনুল হাসান মানিক, আব্দুল্লাহ, মুহাম্মদ সাকিব, ওয়াহিদ, আরমান, ফাহিম আলী, সায়নান মাহমুদ সাদ, জুহাইর, সাবিত, জাঈম, আইনান সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *