বাংলাদেশে বেকার শিক্ষার্থীর সংখ্যা অনেক। সবার পক্ষে টিউশনি করানো সম্ভব হয় না।
আমরা অনেকেই চাই আমাদের শিক্ষাজীবনেই আয় উপার্জন শুরু হোক। কিন্তু পর্যাপ্ত ব্যবস্থার অভাবে অথবা বলতে পারেন পর্যাপ্ত পরিকল্পনা ও পরামর্শের অভাবে শিক্ষা জীবনে অর্থ উপার্জন করা সাধারণ আমাদের পক্ষে সম্ভব হয় না।
আজকে আমি আমার এই ব্লগটিতে আপনাদেরকে জানাবো শিক্ষা জীবনেই পড়ার লিখার পাশাপাশি কিভাবে সহজ এবং স্থায়ীভাবে অনলাইনে অর্থ উপার্জন করা যায়। এ ব্লগ টিতে যে বিষয়গুলো আমি লিখছি এ বিষয়গুলো পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব।
ছাত্রদের জন্য অনলাইনে আয় এর উপায়গুলো নিচে তুলে ধরা হলোঃ
১)ফ্রিলান্সিং
২)ব্লগ লেখা
৩) ইউটিউব এ কন্টেন্ট বানানো।
৪) ফেসবুকে কন্টেন্ট বানানো।
৫) টিকটকে কন্টেন্ট বানানো।
৬) ডিজিটাল মার্কেটিং করা।
৭) ভিডিও এডিট করে দেওয়া।
৮) ছবি এডিট করে দেওয়া।
৯) মুভি, নাটক, বই রিভিউ করা।
১০) লেখকের বই পাব্লিস্ট করার পূর্ব -এ ভুলত্রুটি গুলো দেখা।
ধন্যবাদ পড়ার জন্য।
ভুল গুলোকে ক্ষমা করে পাশে থাকবেন।
Leave a Reply