ওমানের গ্র্যান্ড মুফতি শায়খ খলিলীর সাথে অধ্যক্ষ সৈয়্যদ অছিয়র রহমানের সৌজন্য সাক্ষাৎ

Advertisements

আলহামদুলিল্লাহ! হযরাতে কেরামের নজরে করমে ওমানে সফররত চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মাদ অছিয়র রহমান আল কাদেরী (মুঃ,জিঃ,আঃ) ওমানের গ্রান্ড মুফতি শায়খ আহমদ বিন হামদ আল খলিলির বাস ভবনে আমন্ত্রিত অতিথি হয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে রাজকীয় মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

সাক্ষাতের ছবি

তারা শরিয়তের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎ পর্বে উভয়ের কথোপকথনে উঠে আসে- বিশ্বে শান্তি প্রতিষ্টায় ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাআতে আকিদা ও তাসাউফের ভূমিকা অপরিসীম।

আলোচনায় আরো অংশ নেন মিশর, সুদান, তানজানিয়া সহ বিভিন্ন দেশের স্কলার।সকলের উদ্দেশ্য গ্র্যান্ড মুফতি শায়খ খলিলি অত্যন্ত সারগর্ভ আলোচনা করেন।

অভ্যর্থনা ও রাজভোজে হুজুরের সাথে ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমান কেন্দ্রীয় পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মনে করেন- এ রাজকীয় অভ্যর্থনা শুধু জামেয়ার সাবেক অধ্যক্ষের নয়, বরং আনজুমান, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ , ওমান শাখা সহ ওমান প্রবাসী বাংলাদেশী জনগণের জন্যও বড় প্রাপ্তি।

Leave a Comment