এসএসসি ভূগোল ও পরিবেশ MCQ প্রশ্ন সমাধান ২০২২

সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া/আপুরা, তোমাদেরকে লেখাপড়া বিডির এসএসসি প্রশ্ন সমাধান 2022 বিষয়ের উপর নতুন আরেকটি পোস্টে আবারও স্বাগত জানাচ্ছি! আমাদের আগের পোস্টে আমরা পৌরনীতি ও নাগরিকতা এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২২ করেছিলাম। আজকের পোস্টে আমরা এসএসসি ভূগোল ও পরিবেশ এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২২ করবো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক SSC geography and environment MCQ Question Answer 2022.

 

এবারের এসএসসি পরীক্ষা ২০২২ গত ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। প্রথমদিন বাংলা ১ম পত্র পরীক্ষা ছিলো। এবার ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ মঙ্গলবারভূগোল ও পরিবেশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ওয়েবসাইটে এসএসসি পরীক্ষা ২০২২ এর সকল বিষয়ের এমসিকিউ MCQ বা বহুনির্বাচনি অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্নের সমাধানের উদ্যোগ নিয়েছি। এই পোস্টে আমরা SSC ভূগোল ও পরিবেশ MCQ প্রশ্ন সমাধান 2022 সকল বোর্ড নিয়ে আলোচনা করবো।

SSC geography and environment MCQ প্রশ্ন ও উত্তর ২০২২

তুমি যদি এসএসসি 2022 ভূগোল ও পরিবেশ পরীক্ষায় অংশ নিয়ে থাকো তবে এই পোস্টটি থেকে প্রশ্নের সমাধান জানতে পারবে। এই আলোচনার মাধ্যমে আমরা এসএসসি ভূগোল ও পরিবেশ বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২২ PDF ফাইল এবং ছবি আকারে প্রকাশ করবো। এসএসসি ভূগোল পরীক্ষা ২০২২ শেষ হওয়ার পর প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্র আমরা সমাধান শুরু করবো। যেহেতু বোর্ডভেদে প্রশ্ন আলাদা হয়ে থাকে তাই সকল বোর্ড এর এসএসসি ভূগোল ও পরিবেশ MCQ প্রশ্ন সমাধান ২০২২ করতে কিছুটা বিলম্ব হতে পারে। সকল বোর্ড এর প্রশ্ন হাতে পাওয়া মাত্র আমরা এসএসসি প্রশ্ন সমাধান 2022: ভূগোল ও পরিবেশ করে দেব ইনশাআল্লাহ।

পরীক্ষার নাম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
বিষয়ের নাম ভূগোল ও পরিবেশ
প্রশ্নের ধরণ বহুনির্বাচনি (MCQ)
সেট কোড ক, খ, গ ও ঘ
মোট নম্বর ১৫
পাশ নম্বর
পরীক্ষার তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২

দ্রুত প্রশ্নের সমাধান পেতে প্রশ্নের ছবি আমাদের ফেসবুক পেইজে https://www.facebook.com/LekhaporaBD/ ইনবক্স করো। পোস্টটি শেয়ার করে তোমার বন্ধুদেরকেও এস এস সি ভূগোল ও পরিবেশ এম সি কিউ প্রশ্নের সমাধান ২০২২ পেতে সাহায্য করো।

এসএসসি ভূগোল ও পরিবেশ MCQ প্রশ্ন সমাধান ২০২২

এসএসসি পরীক্ষা-২০২২
ভূগোল ও পরিবেশ
বহুনির্বাচনি অভীক্ষা উত্তরমালাঃ

দৃষ্টি আকর্ষণঃ প্রশ্নে দাগ দেওয়া উত্তরগুলো আমাদের করা সমাধান নয়। যিনি প্রশ্ন পাঠিয়েছেন দাগগুলো তার দেওয়া। তাই উত্তরগুলো না অনুসরণ করার অনুরোধ করা হলো।

ভুগোল ঘ সেট কোড সমাধান ২০২২ঃ

১। সমুদ্র তলদেশে কয় ধরনের ভুমিরূপ দেখা যায়?

উত্তরঃ (ঘ) ৫

২। ম্যারিয়ানা ট্রেঞ্জ/খাত কোন ভূমিরূপের অন্তর্গত?

উত্তরঃ (গ) গভীর সমুদ্র খাত

৩। পরিবেশের উপাদান হলো-

উত্তরঃ (ঘ) i, ii ও iii

৪। “জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে” সংজ্ঞাটি কার?

উত্তরঃ (ক) আর্মস

৫। উদ্দীপকে বর্ণিত মানচিত্রটি কোন দেশের?

উত্তরঃ (ক) বাংলাদেশ

৬। উক্ত মানচিত্রটি কীধরনের মানচিত্র?

উত্তরঃ (ক) রাজনৈতিক

৭। (ক) কালবৈশাখী

৮। (খ) উত্তরায়ন

৯। ভূগোলকে ‘পৃথিবীর বিজ্ঞান’ বলেছেন কে?

উত্তরঃ (ক) কার্ল রিটার

১০। বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের শতকরা কত ভাগ গ্রীষ্মকালে সংঘটিত হয়?

উত্তরঃ (ঘ) ২০

১১। কানাডার প্রমাণ সময় কয়টি?

উত্তরঃ (গ) ৬টি

১২। GPS-এর পূর্ণরুপ কোনটি?

উত্তরঃ (খ) Global Positioning System

১৩। Geography শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?

উত্তরঃ (ক) গ্রীক

১৪। (খ) স্রোতজ

১৫। (ঘ) i, ii ও iii

১৬। পাললিক শিলাকে আর কী বলা হয়?

উত্তরঃ (ঘ) স্তরীভূত শিলা

১৭। বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু হলো-

উত্তরঃ (গ) গ্রীষ্মকাল

১৮। (খ) কর্কটক্রান্তি রেখা

১৯। (ক) নিরক্ষ রেখা

২০। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি?

উত্তরঃ (খ) ট্রপোস্ফিয়ার

২১। কোন মহাসাগরের বিস্তৃতি আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা মহাদেশ ব্যাপী?

উত্তরঃ (ঘ) আটলান্টিক

২২। ভূত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটারে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায়?

উত্তরঃ (খ) ৩০°

২৩। (খ) জলবায়ু

২৪। (গ) আবহাওয়া

২৫। (ঘ) পলল কোণ

২৬। (খ) পলল পাখা

২৭। নিচের কোনটি নিয়ত বায়ু?

উত্তরঃ (ক) পশ্চিমা বায়ু

২৮। পৃথিবীর আকাশে সর্বশেষ কবে ‘হ্যালীর ধুমকেতু’ দেখা গিয়েছিলো?

উত্তরঃ (গ) ১৯৮৬

২৯। আমাদের সৌরজগতে সচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ কোনটি?

উত্তরঃ (ঘ) শুক্র

৩০। লন্ডনে যখন ভোর ৬টা ৩০ মিনিট তখন তখন সেই মুহূর্তে ৯০° পূর্ব দ্রাঘিমায় সময় কত?

উত্তরঃ (খ) ১১ঃ৩০

কুমিল্লা বোর্ড এসএসসি ভূগোল ও পরিবেশ প্রশ্ন সমাধান ২০২২

যশোর বোর্ড এসএসসি ভূগোল ও পরিবেশ MCQ প্রশ্ন সমাধান ২০২২

ঢাকা বোর্ড এসএসসি ভূগোল ও পরিবেশ প্রশ্ন সমাধান ২০২২

চট্টগ্রাম বোর্ড এসএসসি ভূগোল ও পরিবেশ প্রশ্ন সমাধান ২০২২

রাজশাহী বোর্ড এসএসসি ভূগোল ও পরিবেশ এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২২

সিলেট বোর্ড এসএসসি ভূগোল ও পরিবেশ প্রশ্ন সমাধান ২০২২

দিনাজপুর বোর্ড এসএসসি ভূগোল ও পরিবেশ প্রশ্ন সমাধান ২০২২

ময়মনসিংহ বোর্ড এসএসসি ভূগোল ও পরিবেশ প্রশ্ন সমাধান ২০২২

বরিশাল বোর্ড এসএসসি ভূগোল ও পরিবেশ প্রশ্ন সমাধান ২০২২

এসএসসি ভূগোল ও পরিবেশ প্রশ্নের সমাধান ২০২২ pdf Download

সাধারণত পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীরা ধারণা করতে পারে যে তার পরীক্ষায় কত মার্কস পেতে পারে। তবে এমসিকিউ উত্তর দেওয়ার সময় কিছু কিছু প্রশ্নের উত্তর অনেকে আন্দাজে দিয়ে থাকে। তাই সঠিক উত্তর মিলিয়ে দেখার কিংবা এসএসসি ভূগোল ও পরিবেশ প্রশ্নের সমাধান ২০২২ pdf Download করার প্রয়োজন পড়ে। আপনি যদি এসএসসি ভূগোল এমসিকিউ প্রশ্নের ১০০% সঠিক সমাধান ২০২২ খুঁজতে এখানে এসে থাকেন, তাহলে আশা করছি এখান থেকে সন্তোষজনক সমাধান পাবেন।

শেষকথা, পৃথিবীর কোন কিছুই শতভাগ নির্ভুল নয়। তাই আমরা বলছিনা আমাদের করা SSC ভূগোল ও পরিবেশ MCQ প্রশ্ন সমাধান 2022 ১০০% নির্ভুল বা সঠিক। তাই কোন প্রশ্নের ভুল উত্তর আপনার দৃষ্টিগোচর হয় তাহলে মন্তব্যের মাধ্যমে আমাদেরকে অবহিত করো। যত দ্রুত সম্ভব আমরা সংশোধন করে দেব। আর এসএসসি পরবর্তী বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান ২০২২ দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আশা করছি সেদিনও তোমাদেরকে আমাদের সাথে পাবো।





About আল মামুন মুন্না 822 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*