হেল্প পোস্ট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রগুলোতে কিভাবে যাবেন?

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রগুলোতে পৌঁছানোর সুবিধার জন্য গতিপথ দেয়া হলো:SAU

এই পোস্টটি বিশেষত যারা সিলেটের বাইরে থেকে আসবেন তাদের জন্য। যারা বাসে আসবেন তারা কদমতলী বাসস্ট্যান্ড বা এর আগে হুমায়ূন রশীদ চত্বরে নামতে পারেন। ভাল হয় হুমায়ূন রশীদ চত্বরে নামলে। পরীক্ষার্থীরা সবাই ইতোমধ্যে জেনে গেছেন এবারের পরীক্ষার কেন্দ্র ৪ টি। কেন্দ্রগুলোর অবস্থান যথাক্রমে-

১. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ঃ চত্বর বা রেলস্টেশন থেকে CNG বা রিক্সায় আসতে পারবেন। বলতে হবে বালুচর নতুন বাজার কৃষি ভার্সিটি যাব। CNG ভাড়া ১৫০ টাকা, রিক্সাভাড়া ৭০ টাকা।

২. সিলেট ইন্জিনিয়ারিং কলেজঃ বিশ্ববিদ্যালয়ের পাশেই ইন্জিনিয়ারিং কলেজ। সুতরাং এখানে যাদের সিট পড়েছে তারা বিশ্ববিদ্যালয়ে আসলেই হবে।

৩. সিলেট মডেল স্কুল এন্ড কলেজঃ রিক্সা বা CNG কে বলতে হবে টিবি গেইট (শাহী ঈদগাহ এলাকা) মডেল স্কুল যাব।

৪. এম সি কলেজঃ রিক্সা বা CNG কে বলতে হবে টিলাগড় এমসি কলেজ যাব।
চত্বর বা রেলস্টেশন থেকে ৪টি কেন্দ্রতেই প্রায় একই সময় লাগে। CNG তে সর্বোচ্চ ২০ মিনিট আর রিক্সায় সর্বোচ্চ ৪০ মিনিট।
সবার জন্য শুভকামনা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিঙ্কে

এছাড়া ফেসবুক পেইজ https://www.facebook.com/SylhetAgriculturalUniversity থেকেও পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যের আপটেড জানা যাবে।





About আল মামুন মুন্না 822 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*