অনুষ্ঠিত হল সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ‘ল’ এলামনাই এসোসিয়েশনের ঈদ পূর্নমিলনী।

জমকালো আয়োজন, সিনিয়র-জুনিয়রদের আড্ডা আর মনমাতানো সূরের র্মূছনায় ০৪ জুন সকাল ১১টায় নাসিরাবাদ কনভেনশন সেন্টারে মিলন মেলার আয়োজন করেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ‘ল’ এলামনাই এসোসিয়েশন। পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।উ ক্ত ঈদ পূর্নমিলনী ২০২২ এর আহবায়ক হিসেবে ছিলেন এডভোকেট মনিরুজ্জামান সুমন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য, প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আইন বিভাগের উপদেষ্টা, প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন খালেদ, বিভাগের প্রধান মোহাম্মদ মুরতাজা ইসলাম জোহানজিব তারেক, বিভাগের সহকারী অধ্যাপক, সুরাইয়া মমতাজ,সহকারী অধ্যাপক, মোহাম্মদ ইয়াছিন এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরা।

এতে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম বার এসোসিয়েশনের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু মোহাম্মদ হাসেম, সাধারণ সম্পাদক, এডভোকেট আবুল হোসেন মোহাম্মদ জিয়া উদ্দীন,বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য(সি- গ্রুপ), জনাব এডভোকেট এ.এস.এম. বদরুল আনোয়ার, সাবেক সভাপতি,এডভোকেট মোহাম্মদ এনাম, এবং চট্রগ্রাম বার এসোসিয়েশনে বর্তমান ও ভবিষ্যত সদস্যরা সহ আরো অনেকে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে রাখেন এলামনাই এসোসিয়েশনের আহবায়করা এবং সেই সাথে অতিথিরা এলামনাই এসোসিয়েশনের সাফল্য কামনা করেন।

ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আহবায়ক এডভোকেট সালাউদ্দিন মিন্টু, অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে  সমাপনী বক্তব্য দেন।

পরিশেষে চট্রগ্রামের ঐতিহ্যবাহী খাবার(মেজ্জান/মেজবান) পরিবেশন হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে আইন বিভাগের অনেক শিল্পী এবং অতিথি শিল্পীরা গান পরিবেশনের মাধ্যমে ঈদ পূর্ন মিলনী অনুষ্ঠান শেষ হয়।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*