আমাদের মাঝে অনেকের ই ছোটবেলা থেকে ইচ্ছে ডাক্তার হওয়ার। কারো বা বাবা,মায়ের ইচ্ছে ছেলে,মেয়ে বড় হয়ে ডাক্তার হবে। কিন্তু আমাদের স্বপ্নে বড়সড় ধাক্কা হয়ে আসে যখন সরকারী মেডিকেল এ চান্স না মিলে। আর প্রাইভেটে মাত্রাতিরিক্ত খরচ।তাহলে কি স্বপ্ন হারিয়ে যাবে?
না এরকম হবেনা। বাংলাদেশ ছাড়া ও আর ও অনেক দেশে সুযোগ আছে মেডিকেল পড়ার কম খরচে। আসুন এরকম কয়েকটি দেশ এবং ভার্সিটির নাম জেনে আসি।
চীনে মেডিকেলে পড়ার খরচ
চায়না-দেশের বাইরে অথচ খরচ কম এরকম সুবিধা সবচেয়ে বেশি পাওয়া যায় চায়নাতে। আনুমানিক সম্পূর্ন কোর্স শেষ করতে ২৫-৩৫ লাখ টাকা লাগবে ভাল মানের বেশ কিছু মেডিকেল কলেজে। সেরকম কিছু ভার্সিটি হলোঃ
Jilin University
China Medical University
Capital Medical University
Fudan University
Harbin Medical University
Wuhan University
Hebei Medical University
রাশিয়া-চায়নার পরে যে দেশে খুব ভাল সুযোগ সুবিধা পাওয়া যায় তা হল রাশিয়া। আসুন দেখে নিই কিছু ভার্সিটির নাম
Altai State Medical University
Astrakhan State Medical University
Chechan State University
Kazan State Medical University
কিরগিজস্তান -গত ২ বছর ধরে দক্ষিণ এশিয়ার ছাত্র-ছাত্রীদের জন্য কিরগিজস্তান খুব জনপ্রিয় হয়ে ওঠেছে।আসুন দেখি নিই তাদের কিছু ভার্সিটির নাম।
International Medical University
Osh State Medical University
Avicenna International Medical University
Bishkek Medical College
দেশের বাইরে / চীনে মেডিকেলে পড়ার যোগ্যতা
কেউ যদি দেশের বাইরে ডাক্তারি পড়তে চান তাইলে অবশ্যই মনে রাখতে হবে তাকে অবশ্যই এস.এস.সি এবং এইচ.এস.সি মিলিয়ে মিনিমাম জিপিএ ৯.০ থাকতে হবে।
Leave a Reply