ব্যাবিলন শিক্ষাবৃত্তি প্রকল্প ২০২২ | এসএসসি পাশকৃত শিক্ষার্থীদের জন্য ব্যাবিলন শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২১ সালে এসএসসি পাস ছাত্র-ছাত্রীদের জন্য ব্যাবিলন গ্রুপ শিক্ষা বৃত্তি প্রকল্পের ৯ম পর্ব ঘোষণা করা হয়েছে । সমাজের প্রতি দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে ব্যাবিলন শিক্ষাবৃত্তি প্রকল্প এর জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
ব্যাবিলন শিক্ষাবৃত্তির আবেদন এর যোগ্যতা:
- ২০২১ সালে এসএসসি পাশ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
- জিপিএ ৫.০০ গোল্ডেন প্রাপ্তরা আবেদন করতে পারবেন।
আবেদনপত্রের সাথে সত্যায়িত যেসব কাগজপত্র জমা দিতে হবে:
- শিক্ষাবৃত্তির জন্য আবেদন পত্র।
- এসএসসি পরীক্ষার মার্কশিট ( সত্যায়িত)।
- সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক আর্থিক অস্বচ্ছলতার সার্টিফিকেট (সত্যায়িত)।
- কলেজে ভর্তির সনদ/ প্রমানপত্র (সত্যায়িত)
- একটি পূর্ণাঙ্গ বায়োডাটা ( পূর্ণ ঠিকানা, টেলিফোন নম্বর, পরিবারের সদস্য সংখ্যা, তাদের পেশা, মোবাইল নাম্বার ও আয়ের বর্ণনা (সত্যায়িত)
ব্যাবিলন শিক্ষাবৃত্তি প্রকল্প-২০২২
আবেদন পাঠানোর নিয়ম ও ঠিকাণা:
আগামী ০৬ মার্চ ২০২২ তারিখের মধ্যে আবেদনকারীর JPEG ফরমেটে ছবি (590 x 708 pixels) এবং উপরোক্ত ডকুমেন্টসমুহ স্ক্যান করে পিডিএফ ফাইল babylon.scholarship@gmail.com ঠিকাণায় ইমেইল এর মাধ্যমে পাঠাতে হবে। ইমেইলের সাবজেক্টে Babylon Scholarship 2022 লিখতে হবে। ইমেইল ব্যতীত ব্যাবিলন গ্রুপে প্রেরিত সরাসরি কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।