আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-তে অ্যাসেম্বলির আয়োজন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) সম্প্রতি প্রাইমারি ও সেকেন্ডারি শিক্ষার্থীদের জন্য পৃথক অ্যাসেম্বলির আয়োজন করে।

আইএসডি, ৩২ টি ভিন্ন জাতীয়তার এক বৈশ্বিক কমিউনিটি এবং সকলে এই অ্যাসেম্বলির মাদ্ধমে নিজেদের ভাষার সম্পৃক্ততা ও বৈচিত্র উৎযাপন করে।

প্লে গ্রুপ থেকে গ্রেড ১২ শিক্ষার্থী, অভিভাবক ও কর্মীরা অনলাইনে জুমের মাধ্যমে অ্যাসেম্বলিতে যোগ দেন ও এই উদযাপনে অংশগ্রহণ করেন।

International School Dhaka (ISD) has organized separate assemblies for primary and secondary schools to observe International Mother Language Day 2022 recently. ISD is a community of 32 different nationalities, and throughout these assemblies, they have celebrated language diversity in their community. Students from Playgroup-Grade 12, parents, and staff attended the celebration through an online platform- Zoom.





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*