জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত জরুরি নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ০৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে অবহিত করা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের কোভিড পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চলমান বিভিন্ন পরীক্ষা সংশোধিত সময়সূচী অনুযায়ী আগামী ০৭/০২/২০২২ তারিখ থেকে শুরু হবে।
পরীক্ষা গ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৫টি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি অনুসরনের জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। নির্দেশনাটি লেখাপড়া বিডির পাঠকদের জন্য নিচে তুলে দেওয়া হলোঃ
কোভিড-১৯ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত জরুরি নির্দেশনা
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও বিস্তার রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় ৭ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে সংশোধিত সময়সূচী প্রকাশ করে। চলমান ছুটি ৬ ফেব্রুয়ারির পর আরো দুই সপ্তাহ বাড়ানো হলেও পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সংশোধিত সময়সূচী অনুযায়ী আগামী ০৭/০২/২০২২ তারিখ থেকে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Leave a Reply