আই আই ইউ সিতে মডেল ইউএন এর কর্মশালা অনুষ্ঠিত

image
কর্মশালা শেষে অংশগ্রহণকারীবৃন্দ

গত ১২ ডিসেম্বর,২০১৪ তারিখে আইআইইউসি মডেল ইউএন ক্লাবের উদ্যোগে ও সিউমুনার সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল মডেল ইউএন বিষয়ক কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ফার্মাসির প্রাক্তন বিভাগীয় প্রধান ডঃ সোহেল রানা। তিনি বলেন “জলবায়ু পরিবর্তনের মত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধি হয়ে যে আলোচনা করল তাতে আমি অনেক খুশি। আমি শিক্ষার্থীদের অনুরোধ করব এ জাতীয় ক্লাবের সাথে থেকে যাতে তারা নিজেদের মেধাকে আরো শানীত করে”।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে কর্মশালা শুরু হয়। এরপর আইআইইউসি মডেল ইউএন ক্লাবের একটি প্রমোশনাল ভিডিও প্রদর্শিত হয়। ভিডিও প্রদর্শনীর পর আইআইইউসি ফার্মাসি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব রফিকুল ইসলাম কর্মশালার উদ্বোধন করেন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের মডেল ইউএন এর গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন, “মডেল ইউএন এর মাধ্যমে জাতিসংঘের বিভিন্ন দেশে প্রতিনিধিদের আদলে শিক্ষার্থীরা নিজ়েদের তৈরী করবে।তিনি আয়োজক আইআইইউসি মডেল ইউএন ক্লাব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মডেল ইউএন পরিবারকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য”।এরপর মঞ্চে আসেন আইআইইউসি মডেল ইউএন ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জনাব জহির রায়হান।তিনি বিশ্ব ও দেশে মডেল ইউএন এর অবস্থা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন এবং আইআইইউসি মডেল ইউএন ক্লাবের সাথে থাকার জন্য আহ্বান করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সিইউমুনার প্রেসিডেন্ট জনাব শাহরিয়াজ মুত্তাকিন ও সিইমুনার সাধারণ সম্পাদক ও বৃটিশ কাউন্সিল ইউথ এন্ডিং হাঙ্গার একটিভ সিটিজেনের প্রশিক্ষক জনাব মোঃ ইজাজ মাহমুদ। শিক্ষার্থীরা কিভাবে নিজেকে একটি মডেল ইউএন কনফারেন্স এর জন্য
প্রস্তুত করবে এবং এর যাবতীয় নিয়ম কানুনের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত ১০০ জন
শিক্ষার্থী উপস্থিত ছিল।
সর্বশেষে মডেল ইউএন কনফারেন্স এর ন্যায় একটি কনফারেন্স বসানো হয়। কনফারেন্স এর এজেন্ডা ছিল, “বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব”।উক্ত
এজেন্ডার উপর ভিত্তি করে শিক্ষার্থীরা আলাদা আলাদা দেশের প্রতিনিধি হিসেবে নিজেদের কূটনৈতিক অবস্থা ব্যক্ত করেন। কনফারেন্সে Best Delegate নির্বাচিত হয় Gabon এর Delegate আব্দুল্লাহ আল কাউসার, Outstanding Delegate হন Yemen এর Delegate মোঃমাহবুবুর রহমান, Special Mention award নির্বাচিত হয় France এর Delegate মোঃ আজিম উদ্দিন চৌধুরী ও Brazil এর Delegate হাসনাইন মাহমুদ। অনুপ্রেরণামূলক বক্তব্য দিতে এসে “দৃষ্টি চিটাগং” এর মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি জনাব জোনায়েদ কৌশিক বলেন, “ছাত্রজীবনে এরকম
কাজের সাথে যুক্ত থাকলে নিজের ক্যারিয়ার কে অনেক সমৃদ্ধ করা যায়।
সমাপনী বক্তব্যে আইআইইউসি মডেল ইউএন ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জনাব জহির রায়হান বলেন, “আমি মনে করি মডেল ইউএন মানেই কৌশল্গত নেতৃত্ব। আমাদের স্বপ্নের মিছিলের এতগুলা মুখ সামনের দিনেও থাকবে আশা করি। তিনি আয়োজকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান”।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন আইআইইউসি মডেল ইউএন ক্লাবের সহযোগী প্রতিষ্ঠাতা মোঃ রবিউল হোসেন রাহাত, মোঃ শাহরিয়ার খান।
সদস্যদের মধ্যে ছিলেন সাব্বির আহমেদ,কবির আশফি,আনসারি রিফাত,মোস্তফা হৃদয়,আইমান,ইকরাম ইরফান,সুমন,লিমন প্রমুখ। কর্মশালার অর্গানাইজিং পার্টনার ছিল পেন্ট ক্যারিয়ার ইনষ্টিটিউট এবং ফটোগ্রাফি পার্টনার রয়েল ইমেজ।
উল্লেখ্য মডেল ইউএন জাতিসংঘ অধিবেশনের আদলে একটি ছায়া জাতিসংঘ অধিবেশন।এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে জাতিসংঘের আদলে শিক্ষার্থীরা এক একটি দেশের প্রতিনিধি হয়ে বিশ্বের চলমান সংকট মোকাবেলায় কূটনৈতিকভাবে নিজেকে তুলে ধরে।মূলত শিক্ষার্থীদের মাঝে কূটনীতি চর্চা ও নেতৃত্বের বিকাশ ঘটানোই এর প্রধান লক্ষ্য।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*