এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড ১৫ নভেম্বরের মধ্যে বিতরণের নির্দেশ

By মোঃ মিলন ইসলাম

Updated on:

Advertisements

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ১৫ নভেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ শেষ করার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকা গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

১১ নভেম্বর ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংশ্লিষ্ট সব কলেজের অধ্যক্ষকে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে ঢাকা শিক্ষা বোর্ড বলছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ নিশ্চিত করতে ১৫ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শেষ করতে হবে।
জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড কলেজগুলোকে বিতরণ করেছে ঢাকা বোর্ড।

Leave a Comment