রাবেয়া কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ হয়েছে। Bangladesh Nursing & Midwifery Council এর অধীনে পরিচালিত ০২ বছর মেয়াদী কোর্স সাথে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ইর্ন্টানীর সুযোগ এবং পাবেন ব্যবস্থাপনা দিয়ে প্যারামেডিক চেম্বার করার সুবর্ণ সুযোগ। Rabeya Community Paramedic Institute Admission Circular 2023
কোর্স সমূহের তথ্যাবলি
- ০২ বছর মেয়াদী কমিউনিটি প্যারামেডিক কোর্স। (Community Paramedic Course)
- ০৬ মাসে ০১টি সেমিস্টার হিসেবে মোট ০৪টি সেমিস্টার।
ভর্তির সময়সূচী
- আগে আসলে আগে ভর্তি এমন শর্তে ছাত্র/ছাত্রী ভর্তি করানো হবে।
- চাকুরিজীবিদের জন্য রয়েছে বিশেষ (শুক্রবারের ) ক্লাশের ব্যবস্থা।
- প্রতিদিন সকাল ১০ টা হতে দুপুর ০২ টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে।
- কোর্স শেষে বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক সার্টিফিকেট এবং রেজি: নম্বর প্রদান করা হবে।
রাবেয়া কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট এ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
ভর্তির যোগ্যতা
- যেকোন সালে যেকোন গ্রুপ হতে এসএসসি বা সমমান পাশ।
- বয়স সর্বোচ্চ ৪০ বছর।
ভর্তি হতে প্রয়োজনীয় কাগজ পত্র:
- যেকোন সালে যেকোন গ্রুপ হতে এসএসসি বা সমমান পাশের সার্টিফিকেট এবং মার্ক শিটের ফটোকপি।
- এনআইডি বা জন্ম সনদের ফটোকপি।
- ০৫ কপি ছবি।
ভর্তি হতে মোট খরচ হবে ৭৫,০০০ টাকা। ভর্তির সময় ১০,০০০ টাকা এবং ফরম বাবদ ৫০০ টাকা দিতে হবে। রি-এডমিশন ফি ৫,০০০ টাকা। সেমিস্টার ফ্রি (২৫০০x৪) ১০,০০০ টাকা। বাকি ৫০,০০০ টাকা ০২ বছরের মধ্যে কোর্স চলাকালীন সময়ে মাসিক আকারে প্রদানের সুযোগ রয়েছে। ভর্তির জন্য যোগাযোগ: ০১৬২৫১৫৬৫৮৭
রাবেয়া কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট এর ঠিকানা
সাভার, রেডিও কোলনী হতে ১০০ গজ সামনে ( রাবেয়া ক্লিনিক) ঢাকা।
Leave a Reply