এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী, পিইসি পরীক্ষা নেয়ার প্রস্তুতি আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। পরিস্থিতি বিবেচনা করে নভেম্বর বা ডিসেম্বরে এ পরীক্ষাগুলো নেয়া হতে পারে।
সোমবার (৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী জাকির হোসেন এ কথা জানান। এসময় তিনি জানান, আপাতত প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস হবে অনলাইনে। তাদের সশরীরে ক্লাস এখনই শুরু হচ্ছে না।
আগামী ১২ সেপ্টেম্বর শর্তসাপেক্ষে স্কুল-কলেজ খুলে দেয়ার ঘোষণার পর জানানো হয়, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন হবে। আর বাকিদের সপ্তাহে একদিন করে ক্লাস নেয়া হবে। প্রায় দেড় বছর পর স্কুল-কলেজ খুলে দেয়ার এই ঘোষণার বাইরে থাকছে প্লে–নার্সারি–কেজি ও প্রাক–প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা। তবে পরিস্থিতি বিবেচনা করে পরে প্রাক–প্রাথমিক শিক্ষা সশরীর চালু করা হবে বলেও জানানো হয়েছে।
Leave a Reply