এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বাড়তি ফি নিলে কঠোর ব্যবস্থা

By মোঃ মিলন ইসলাম

Updated on:

Advertisements

এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি ও ২৪ মাসের বেতনের বেশি আদায় করলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ বোর্ড নির্ধারিত ফি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ২৪ মাসের বেশি (২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন) বেতন আদায় করা যাবে না। ফরম পূরণের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে আসতে বলা যাবে না।

এ সংক্রান্ত কোনো অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল তাৎক্ষণিকভাবে বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ চলছে। আগামী চলবে ২৫ আগস্ট পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ৩০ আগস্ট পর্যন্ত।

Leave a Comment